শেষ ১ বছরে ২০০০০ শিক্ষকের বদলি হয়েছে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে। অনেক স্কুলে বর্তমানে শূন্যপদ রয়েছে কিনা তা শিক্ষা দফতর থেকে জানতে হচ্ছে এসএসসিকে। তাই ২৪ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশ মতো ১০২ শূন্যপদে কাউন্সেলিং করা যায়নি। ৬৫ জনের বেশি ওয়েট লিস্টেড পরীক্ষার্থী না থাকায় আর ডাকা হয়নি বলেই এদিন জানান স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। এই বিষয়ে মঙ্গলবারের মধ্যে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয় কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবারই। আইনজীবী জানান, এক্ষেত্রে ৬৫-র বেশি ওয়েট লিস্টেড পরীক্ষার্থী না থাকায় কাউন্সেলিং -এর জন্য ডাকা হয়নি।
advertisement
আরও পড়ুন: ঠিকানা বদল! মুরলীধর সেন লেন থেকে সরছে বঙ্গ বিজেপি দফতর! দ্রুত নতুন ঠিকানায়...
আরও পড়ুন: 'চুরি করতে হবে কেন?' কর্মিসভার মঞ্চ থেকে দুর্নীতির প্রশ্নে ফের সওয়াল মমতার
এদিকে এরইমধ্যে ফের এসএসসি নিয়োগের ভ্রান্তি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন ববিতা সরকার। তাঁকে ভুলবশত ২ নম্বর অতিরিক্ত দিয়েছে এসএসসি। এমনটাই দাবি ববিতা সরকারের। আর এই ভুল নম্বর দেওয়ার জন্য এসএসসির তরফের ব্যাখ্যা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ববিতা সরকার। আদালতের নির্দেশে সম্প্রতি বিভিন্ন নথি নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে এসএসসি। সেই নথি দেখেই সন্দিহান ববিতা সরকার। যারপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। আগামী পরশু শুনানি।