‘সুপার নিউমেরিক্যাল’ ভাবে তৈরি শূন্যপদ গুলিতে নিয়োগ করতে চেয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেওয়া হয়েছিল। মূলত বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্যই এই উপায়ে শূন্যপদ তৈরি করা হয়েছিল। প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের ১৬০০ ও বেশি শূন্যপদে নিয়োগের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া ১০ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
মূলত এই কাউন্সিলিং-এর মাধ্যমে তাদেরকে স্কুল বাছাই ও নিয়োগ পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে এসএসসি। ইতিমধ্যেই কমিশনের ওয়েবসাইট মারফত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের মধ্য থেকে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা কাউন্সিলিংয়ে আসার জন্য প্রয়োজনীয় কল লেটার ডাউনলোড করতে পারবেন এসএসসির ওয়েবসাইট থেকে। প্রসঙ্গত নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কাউন্সিলিং করে নিয়োগপত্র দেওয়ার কথা।
কমিশন সূত্রে খবর, প্রথম পর্যায়ে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার পর প্রক্রিয়া শুরু হলেও পরবর্তী ক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীদেরও চাকরি দেওয়ার তৎপরতা শুরু করছে এসএসসি। যদিও এক্ষেত্রে হাইকোর্টের মতামতকেও বিশেষভাবে গুরুত্ব দিতে চায় এসএসসি। প্রায় সাড়ে ৬ হাজারের বেশি শূন্যপদ বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছিল। এর মধ্যে নবম, একাদশ- দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি-র জন্য আলাদা আলাদা করে শূন্যপদ তৈরি করা হয়েছে। তা নিয়েই এবার তৎপরতা তুঙ্গে।