রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্তরে চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে। সেই লক্ষ্যেই দ্বারভাঙা জেলায় ফের কর্মসংস্থান মেলার আয়োজন করছে বিহার সরকার।
দ্বারভাঙার কর্মসংস্থান আধিকারিক, মৃণালকুমার চৌধুরি বলেন, বিহার সরকারের শ্রম সম্পদ বিভাগের তত্ত্বাবধানে, নিম্ন আঞ্চলিক কর্মসংস্থান ও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-কাম-মডেল কেরিয়ার সেন্টার, দ্বারভাঙার মাধ্যমে ১০ জুন এই মেলা আয়োজন করা হচ্ছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-কাম-মডেল ক্যারিয়ার সেন্টারে নেহা এন্টারপ্রাইজেস রয়েছে এর সহায়তায়।
advertisement
আরও পড়ুন: দেশে চাকরির বাজারে এগিয়ে কলকাতা, বেড়েছে কাজের সুযোগ: সমীক্ষা
সেই অনুযায়ী আগামী ১০ জুন ২০২৩ তারিখ, শনিবার, সকাল ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত ‘জব ক্যাম্প’-এর আয়োজন করা হবে। এখানে ১০০টি পদে পুনর্বহালের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে। শ্রম সম্পদ বিভাগের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে, সংগঠকরা গুজরাতে প্রার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
সেই জন্য আগ্রহী প্রার্থীরা ভারত সরকারের NCS পোর্টালে (www.ncs.gov.in) গিয়ে বা এই কর্মসংস্থান অফিসে এসে নিজেদের রেজিস্ট্রেশন করাতে পারেন। সঙ্গে রাখতে হবে প্রার্থীকে বায়োডেটা, সমস্ত শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, পাঁচটি রঙিন ছবি, আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য শংসাপত্র। সরাসরি এই ক্যাম্পে যোগ দেওয়া যেতে পারে, সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে চাকরির সুবর্ণ সুযোগ, জাতীয় স্বাস্থ্য মিশনে বিপুল নিয়োগ, জানুন
সিএনসি অপারেটরের ১০০টি পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। নিয়োগ অধিকর্তার তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিএনসি অপারেটর, কোয়ালিটি চেক পদে মোট ১০০ জনকে নিয়োগ করা হতে পারে। তবে এই নিয়োগ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যই হতে চলেছে।
এই সমস্ত পদে চাকরি পেতে হলে প্রার্থীকে দশম, দ্বাদশ অথবা, আইটিআই (অল ট্রেড) উত্তীর্ণ হতেই হবে। নিয়োগ আধিকারিক জানান, প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। ওই দিন যেসমস্ত প্রার্থী নির্বাচিত হবেন, তাঁদের গুজরাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নির্বাচিত প্রার্থীরা বেতন পাবেন ১২ হাজার টাকা।
প্রয়োজনীয় নথির তালিকা—
যে কোনও যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ শিবিরে উপস্থিত হয়ে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন। উল্লিখিত নিয়োগ শিবিরে যোগ দেওয়ার জন্য অবশ্য প্রার্থীদের নিয়োগকর্তার কাছে রেজিস্ট্রেশন করাতে হবে আগেই।