TRENDING:

Railway Jobs: রেলে স্পোর্টস কোটায় নিয়োগের তালিকা প্রকাশ করল রেলমন্ত্রক, দেখে নিন এক ঝলকে!

Last Updated:

গত তিন বছরে স্পোর্টস কোটার বিপরীতে রেলওয়েতে শূন্যপদ এবং স্পোর্টস কোটার নিরিখে নিয়োগের সম্পূর্ণ বিবরণ প্রদান করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি ভারত সরকারের রেলমন্ত্রালয়ের তরফে গত তিন বছরে স্পোর্টস কোটার বিপরীতে রেলওয়েতে শূন্যপদ এবং স্পোর্টস কোটার নিরিখে নিয়োগের সম্পূর্ণ বিবরণ প্রদান করা হয়েছে।
advertisement

৯ ডিসেম্বর, ২০২২ তারিখে রাজ্যসভায় প্রশ্নোত্তর চলাকালীন তারকাচিহ্ন বর্জিত ৪৪৯ নম্বর প্রশ্নের উত্তরে স্পোর্টস কোটার বিপরীতে রেলওয়েতে শূন্যপদ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন সরকার পক্ষের সদস্য।

রাজ্যসভার সদস্য শ্রী হরভজন সিং এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে জানতে চান-

১। ক্রীড়া কোটার বিপরীতে রেলওয়েতে শূন্যপদ আছে কি না

২। যদি থেকে থাকে তাহলে অঞ্চলভিত্তিক তার বিশদ বিবরণ

advertisement

৩। গত তিন বছরে ক্রীড়া কোটায় মোট কত শূন্যপদ পূরণ করা হয়েছে, বছরভিত্তিক নিয়োগের বিশদ বিবরণ

৪। চাকরিরত ক্রীড়া ব্যক্তিত্বদের তাঁদের কর্মজীবনের উৎকর্ষ সাধনে উৎসাহিত করার জন্য রেলওয়ে কোনও পদক্ষেপ নিয়েছে কি না আর নিয়ে থাকলে তা কী কী

রাজ্যসভার সদস্য শ্রী হরভজন সিংয়ের প্রশ্নের উত্তরে মিনিস্ট্রি অফ রেলওয়েজ, কমিউনিকেশনস এবং ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজির ভারপ্রাপ্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথম দুটি প্রশ্নের উত্তরে জানান যে, রেলওয়ে বা রেলওয়ে ইউনিট ইত্যাদিতে বরাদ্দ করা স্পোর্টস কোটায় ক্রীড়াবিদদের নিয়োগ করা হয়। বরাদ্দকৃত ক্রীড়া কোটার বিবরণ পরিশিষ্ট হিসাবে উত্তরের সঙ্গে যুক্ত করা হয়েছে।

advertisement

তৃতীয় প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, গত তিন বছরে ক্রীড়া কোটায় যে হিসেবে ৭৪৬ জন ক্রীড়াবিদকে নিয়োগ করা হয়েছে, তা হল-

২০১৯-২০ আর্থিক বর্ষে– ৩৪৪ জন

২০২০-২১ আর্থিক বর্ষে– ১১৪ জন

২০২১-২২ আর্থিক বর্ষে– ২৮৮ জন

রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে, ভারতীয় রেল পরিষেবার মধ্যে থাকা ক্রীড়া ব্যক্তিদের তাঁদের কর্মজীবনে শ্রেষ্ঠত্বের জন্য উৎসাহিত করে ভারত সরকার তাঁদের,

advertisement

ক) নগদ পুরস্কার, ইনক্রিমেন্ট, আউট-অফ-টার্ন পদোন্নতি দিয়ে উৎসাহিত করার চেষ্টা করেছে

খ) প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য মানসম্পন্ন সুবিধা প্রদান করেছে

গ) জাতীয়/আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য তাদের সুবিধা প্রদান করেছে

ঘ) অন ডিউটি/ স্পেশাল ক্যাজুয়াল লিভ/ ৩৩০ দিনের এসসিএল ইত্যাদি মঞ্জুর করা হয়েছে

প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের নিরিখে, আর্থিক বছরে জোনাল রেলওয়ে/ইউনিটগুলিতে বরাদ্দ করা স্পোর্টস কোটার বার্থের বিবরণস্বরূপ নিম্নরূপ তথ্য প্রদান করা হয়েছে-

advertisement

রেলওয়ে / ইউনিট- সেন্ট্রাল, ইস্টার্ন, ইস্ট সেন্ট্রাল, ইস্ট কোস্ট, নর্দান, নর্থ সেন্ট্রাল, নর্থ ইস্টার্ন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, নর্থ ওয়েস্টার্ন, সাউদার্ন, সাউথ সেন্ট্রাল, সাউথ ইস্টার্ন, সাউথ ইস্ট সেন্ট্রাল, সাউথ ওয়েস্টার্ন, ওয়েস্টার্ন এবং ওয়েস্ট সেন্ট্রাল

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরি করতে চান? ১৭৬০ শূন্যপদে নিয়োগ, আজই আবেদন করুন

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ, ১৫৮ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে

বার্থ সংখ্যা- ৪০টি/প্রতি বার্থ

রেলওয়ে / ইউনিট- বেনারস লোকোমোটিভ ওয়ার্কস, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এবং রেল কোচ ফ্যাক্টরি

বার্থ সংখ্যা- ৩০টি/প্রতি বার্থ

রেলওয়ে / ইউনিট- পাতিয়ালা লোকোমোটিভ ওয়ার্কস, রেল হুইল ফ্যাক্টরি এবং মেট্রো রেলওয়ে

বার্থ সংখ্যা- ২০টি/প্রতি বার্থ

রেলওয়ে / ইউনিট- রিসার্চ ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন

বার্থ সংখ্যা- ১৮টি/প্রতি বার্থ

রেলওয়ে / ইউনিট- প্রতিটি জোনাল রেলওয়ে

বার্থ সংখ্যা- ৫টি/প্রতি বার্থ

রেলওয়ে / ইউনিট- ৪ হাজারের অধিক স্টাফ রয়েছে এমন ওয়ার্কশপ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বার্থ সংখ্যা- ৩টি/প্রতি বার্থ

বাংলা খবর/ খবর/চাকরি/
Railway Jobs: রেলে স্পোর্টস কোটায় নিয়োগের তালিকা প্রকাশ করল রেলমন্ত্রক, দেখে নিন এক ঝলকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল