পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক এসও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৫ নভেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ২০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক এসও রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।
টেকনিক্যাল অফিসার আর্কিটেক্ট - ২টি পদ
ফার্স্ট সেফটি অফিসার - ১টি পদ
ফরেক্স অফিসার - ১৩টি পদ
ফরেক্স ডিলার - ২টি পদ
ফরেক্স অফিসার - ২টি পদ
মার্কেটিং অফিসার/রিলেশনশিপ ম্যানেজার - ২৫টি পদ
ডেটা অ্যানালিস্ট - ২টি পদ
ট্রেজারি ডিলার - ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক
পদের নাম: টেকনিক্যাল অফিসার আর্কিটেক্ট, ফার্স্ট সেফটি অফিসার, ফরেক্স অফিসার, ফরেক্স ডিলার মার্কেটিং অফিসার/রিলেশনশিপ ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট এবং ট্রেজারি ডিলার
শূন্য পদের সংখ্যা: ৪৯
কাজের স্থান: ভারত
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২০.১১.২০২২
আরও পড়ুন- Ministry of Culture Recruitment 2022: মিনিস্ট্রি অফ কালচারে বিপুল নিয়োগ! আবেদন করুন এখনই
পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক এসও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
টেকনিক্যাল অফিসার আর্কিটেক্ট - ভারত সরকার স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেক্টে গ্র্যাজুয়েট ডিগ্রি। আর্কিটেক্ট কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। এ-ছাড়াও ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফার্স্ট সেফটি অফিসার - বি.ই (ফায়ার ইঞ্জিনিয়ারিং)/ বি.ই.(ফায়ার)/ বি.টেক. (সেফটি এবং ফায়ার ইঞ্জিনিয়ারিং)/বি.টেক. (ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। এ-ছাড়াও ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ফরেক্স অফিসার - সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি। প্রার্থীদের ফরেন এক্সচেঞ্জ অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে। এ-ছাড়াও ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার - গ্র্যাজুয়েট ডিগ্রি এবং ফুল টাইম দুই বছরের এমবিএ (মার্কেটিং)/ পিজিডিবিএ (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)/ পিজিডিএমবি (বিজনেস ম্যানেজমেন্ট) ডিগ্রি থাকতে হবে।
পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক এসও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
টেকনিক্যাল অফিসার আর্কিটেক্ট, ফার্স্ট সেফটি অফিসার, ফরেক্স অফিসার, মার্কেটিং অফিসার/রিলেশনশিপ ম্যানেজার - অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ
ডেটা অ্যানালিস্ট, ফরেক্স অফিসার, ফরেক্স ডিলার এবং ট্রেজারি ডিলার - শর্টলিস্টিং এবং ইন্টারভিউ