পর্ষদ সভাপতি গৌতম পাল আরও জানান, বুধবারই এ বিষয়ে পূর্ণাঙ্গ নোটিস প্রকাশিত হবে পর্ষদের ওয়েবসাইটে৷ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। কারও পেমেন্টের সমস্যা হলে ফের দিন বাড়ানো হতে পারে। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনেই এ বছর টেট নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ‘ওরা ভয় পেয়েছে…’, অভিষেককে ED-র জিজ্ঞাসাবাদের মাঝেই ’ইঙ্গিতপূর্ণ’ পোস্ট তৃণমূলের
গতবারের মতো এবারও ওএমআর শিট ও প্রশ্নপত্রের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা৷ পর্ষদের তরফে এদিন জানানো হয়, অনেক মামলার কারণে নিয়োগ প্রক্রিয়ায় দেরি হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব যাতে এই দফার নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়, সে বিষয়ে পর্ষদ সচেষ্ট থাকবেন বলে জানান তিনি৷
তবে, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে পর্ষদের তরফে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বি এড যাঁরা করেছেন, তাঁরা এবছর টেট-এ বসতে পারবেন না৷ ডিএলএড বা প্রাথমিকে পড়ানোর অন্যান্য প্রশিক্ষণ যাঁদের রয়েছে, তাঁরাই এবার প্রাথমিক টেট-এর জন্য আবেদন করতে পারবেন ৷
তা ছাড়া, গত বছরের টেটে যাঁরা অকৃতকার্য হয়েছিলেন, তাঁরাও নতুন করে এ বছর ফর্ম পূরণ করতে পারবেন, এমনটাই জানালেন প্রাথমিক পর্ষদ সভাপতি। আরও জানান, ‘সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব।’
গত বছর টেট পরীক্ষা হয়েছিল ১১ ডিসেম্বর। দীর্ঘ পাঁচ বছর পর ওই পরীক্ষা হয়েছিল। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে। এ বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ।