TRENDING:

Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 'বিলম্ব' আশঙ্কা? রাজ্যের রিপোর্ট তলব আদালতের

Last Updated:

Primary Teacher Recruitment: পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক 'নিয়োগ' নিয়ে এবার রিপোর্ট তলব করল আদালত। নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট তলব করল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক 'নিয়োগ' নিয়ে এবার রিপোর্ট তলব করল আদালত। নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস রিপোর্ট তলব করল হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ। ১০ জানুয়ারির মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করল আদালত এই মামলায়। এরপরই প্রাথমিক বোর্ড জানিয়ে দেয় ১০ জানুয়ারি পর্যন্ত কোনও চূড়ান্ত নিয়োগ পদক্ষেপ নয়। বোর্ডের আশ্বাসে নিয়োগ প্রলম্বিত হওয়ার শঙ্কা।
প্রাথমিক নিয়োগ সংশয়
প্রাথমিক নিয়োগ সংশয়
advertisement

প্রসঙ্গত, ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিক ও উচ্চপ্রাথমিক উভয় পার্শ্বশিক্ষকরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কিছু পরীক্ষার্থী ডিভিশন বেঞ্চে মামলা করেন আজ। তারই পরিপ্রেক্ষিতে সোমবার রিপোর্ট তলব করল আদালত।

আরও পড়ুন: বড়দিনের শহরে মাঝরাতে বাইপাসে তুলকালাম! 'বড়' অভিযোগ বিদেশি তরুণীর 'বয়ফ্রেন্ড' ও সঙ্গীদের বিরুদ্ধে

advertisement

আরও পড়ুন: নিজের 'গড়ে' পুলিশি হেফাজতে 'বাঘ'! অনুব্রতর খাস তালুকে শুভেন্দুর সভা ঘিরে পারদ তুঙ্গে

এদিকে প্রাথমিকের নিয়োগ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। তার আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। নিয়োগে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের প্যারা টিচারদের সুবিধা দিয়েছিল একক বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে মামলা করেন কয়েকজন প্রার্থী। সোমবার সেই মামলার শুনানি হয়। এদিন আদালত জানিয়ে দিল, আপাতত প্রাথমিকে নিয়োগে হস্তক্ষেপ নয়। তবে পার্শ্বশিক্ষক সংক্রান্ত মামলায় প্রাথমিক ‘নিয়োগ’ রিপোর্ট তলব করা হয়। এদিন নিয়োগ প্রক্রিয়ার স্টেটাস রিপোর্ট তলব করেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। আগামী ১০ জানুয়ারি রাজ্যের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

অর্ণব হাজরা

বাংলা খবর/ খবর/চাকরি/
Primary Teacher Recruitment: প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 'বিলম্ব' আশঙ্কা? রাজ্যের রিপোর্ট তলব আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল