এই মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করেন এটা তো নতুন তথ্য, "এ তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে। মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।"
আরও পড়ুন: বাড়ছে সর্পাঘাতে মৃত্যু! ট্যাবলেটের পর এবার ইনজেকশনের ট্রায়াল শহরের ২ মেডিক্যাল কলেজে
advertisement
সিবিআই,আই ও সোমনাথ বিশ্বাসকে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'মিস্টার বিশ্বাস, আপনি আমার জায়গায় চলে আসুন, আমি আপনার জায়গায় চলে যাচ্ছি। কী যে করেন? ১ ঘণ্টা লাগল এটা বুঝতে, আপনার তো আরও আগেই বুঝতে পারেন। সিবিআইকে উদ্দেশ করে মন্তব্য বিচারপতির।' এই বিষয়ে ৩১ শে জানুয়ারির মধ্যে OMR Sheet মূল্যায়নের বরাত প্রাপ্ত সংস্থার কাছ থেকে হলফনামা তলব করেছে আদালত।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2023 6:32 PM IST