মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি মামলাকারিরা । এমনও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে মামলা করেন ১৪০জন অপ্রশিক্ষিত প্রার্থী। তাদের দাবি, সেই সময়কার নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিতদের নিয়োগ করা যেত। প্রায় ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রার্থী ২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন।
advertisement
আরও পড়ুন: লালুরই রক্ত, তবু জন্ম থেকে পদবী আচার্য! বাবাকে নতুন জীবন দিলেন মেজ কন্যা রোহিনী
মামলাকারিদের আরও দাবি, "সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকা থেকে দেখা যাচ্ছে যে তাদের থেকেও কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন। মামলকারিদের আরও বেশ কিছু নথি পেশ করার নির্দেশ বিচারপতির। ১৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
এছাড়াও আজই আরও ৪০ OMR শিট-এর তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত জানিয়েছে ওই ৪০ জনের নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। উল্লেখ্য, একের পর এক লাফিয়ে বাড়ছে তালিকা। ১৮৩-র পর এবার আরও ৪০টি নতুন ভুয়ো সুপারিশের হদিশ পাওয়া গিয়েছে ইতিমধ্যে। ফলে এখনও পর্যন্ত সংখ্যা ২২৩। আর এই নতুন চল্লিশ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।