TRENDING:

টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা

Last Updated:

গৌতম পাল বলেন, কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরীক্ষার আগেরদিন সাংবাদিক বৈঠক করে টেট পরীক্ষা বানচালের আশঙ্কা প্রকাশ করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল৷ আগামী কাল, রবিবার, ১১ ডিসেম্বর, সারা রাজ্যে প্রায় ৭ লক্ষ পরিক্ষার্থী টেট পরীক্ষা দেবেন৷ তাঁদের পরীক্ষা নিয়েই কড়া সতর্কতা বজায় রাখতে চাইছে প্রশাসন৷
advertisement

এ দিন সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন ফাঁস নিয়ে জিজ্ঞাসা করে গৌতম পাল বলেন, ‘‘আপনারা বুঝলেন কী করে যে প্রশ্নপত্র বেরিয়ে যাবে৷ পরীক্ষা বিধি মেনে আমরা পরীক্ষা গ্রহণ করব৷ আগামিকাল মোট ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন পরীক্ষা দেবেন, ১ হাজার ৪৬০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে৷ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, ফেস স্ক্যানের মাধ্যমে পরীক্ষার্থীদের হাজিরা নেওয়া হবে৷ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন সব বিধি কঠোর ভাবে পালন করা হয়৷’’

advertisement

আরও পড়ুন: 'আমরা ডোবারম্যান, সাদা হাতি, পরাশ্রয়ী নই! সুদীপকে তুমুল আক্রমণ তাপসের, অস্বস্তিতে তৃণমূল

আরও পড়ুন: অস্বস্তিতে তৃণমূল, সুদীপ-তাপস দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই

তার পরেই বিস্ফোরক আশঙ্কা প্রকাশ করেন গৌতম৷ তিনি বলেন, ‘‘পর্ষদের কাছে সুনির্দিষ্ট খবর আছে, কেউ কেউ পরীক্ষা প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে চেষ্টা করতে পারেন৷’’ এর পর অবশ্য তিনি জানান, ‘প্রশাসন এই বিষয়ে অবগত আছে, সতর্ক আছে৷ আমরা যদি দেখি কোনও পরীক্ষার্থী বিধি ঠিকমতো না মেনে পরীক্ষা প্রক্রিয়া বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, বা বাইরের কেউ যদি বিঘ্ন ঘটাতে চেষ্টা করে, তা হলে চরম পদক্ষেপ করবে প্রশাসন৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তিনি মনে করিয়ে দেন, এই পরীক্ষাকে সুস্থ ভাবে পরিচালনা করতে সর্বস্তরের সব প্রশাসনিক বিভাগ সতর্ক আছে৷ পর্ষদের সব দিকে নজর থাকবে৷ তিনি বলেন, ‘‘আমরা এখানে সেন্ট্রাল কন্ট্রোল রুম করেছি, সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রগুলিতে কী হচ্ছে, তা আমরা দেখতে পাব৷ কন্ট্রোল রুমের নম্বর ৬২৯২২৭৮৪৩৮৷ সারা দিন এই নম্বর খোলা থাকছে৷

বাংলা খবর/ খবর/চাকরি/
টেট বানচালের আশঙ্কা প্রকাশ পর্ষদ সভাপতির, সাংবাদিক বৈঠকে বিস্ফোরক কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল