পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শীঘ্রই শুরু হচ্ছে অনলাইন আবেদন প্রক্রিয়া। প্রার্থীদের আগামী ৩০ মে, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে নিয়োগ, আজই আবেদন করুন
advertisement
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | পাওয়ারগ্রিড |
পদের নাম | জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর) |
শূন্যপদের সংখ্যা | ৪৬ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ১৫.০৫.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৫.২০২৩ |
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০% নম্বর-সহ ৩ বছরের ফুল-টাইম গ্র্যাজুয়েট রেগুলার ডিগ্রি – বিবিএ/ বিবিএম/ বিবিএস অথবা সমতুল্য ডিগ্রি থাকা আবশ্যক। যেসব প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা অথবা সমতুল্য উচ্চশিক্ষা যোগ্যতা থাকবে, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
আগামী ৩০ মে, ২০২৩ তারিখ অনুযায়ী, এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ২৭ বছর হতে হবে।
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীরা ট্রেনিং পিরিয়ডে থাকাকালীন মাসিক স্টাইপেন্ড হিসেবে পাবেন ২৭৫০০ টাকা।
আরও পড়ুন: কনস্টেবল নিয়োগের পরীক্ষা, কবে, কোথায় জেনে নিন
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: নিয়োগ প্রক্রিয়া
কমিটি আয়োজিত পরীক্ষার ভিত্তিতেই মূলত প্রার্থীদের বেছে নেওয়া হবে।
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
এই পদের জন্য আবেদন ফি হিসেবে ধার্য করা হয়েছে ৩০০ টাকা। তবে এসসি/এসটি/পিডব্লিউবিডি/এক্স-এসএম প্রার্থীদের ক্ষেত্রে এই ফি মকুব করা হয়েছে। প্রসঙ্গত এই আবেদন ফি রিফান্ডযোগ্য নয়।
পাওয়ারগ্রিড রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
পাওয়াগ্রিডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে অনলাইনে নির্ধারিত সময়সীমার মধ্যে পাঠিয়ে দিতে হবে প্রার্থীদের।