প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের বিস্তারিত বিবরণ
কোয়েম্বাতোর- ১টি পদ
advertisement
বিজয়ওয়াড়া- ১টি পদ
আহমেদাবাদ- ১টি পদ
চণ্ডীগড়- ১টি পদ
গাজিয়াবাদ- ১টি পদ
লখনউ- ১টি পদ
মাদুরাই- ১টি পদ
পটনা- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | সেন্ট্রাল পাসপোর্ট অর্গানাইজেশন |
পদের নাম | ডেপুটি পাসপোর্ট অফিসার (ডিপিও) |
শূন্যপদের সংখ্যা | ৮ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।
প্যারেন্ট ক্যাডার বা বিভাগে নিয়মিত পদে কাজ করেছেন বা পে ম্যাট্রিক্স লেভেল ১০-এর আওতায় যাঁদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য। পাসপোর্ট বা কনস্যুলার বা ইমিগ্রেশন বা অ্যাডমিনিস্ট্রেশন বা ফিনান্স বা অ্যাকাউন্টস বা ভিজিল্যান্স ওয়ার্ক বা পাবলিক গ্রিভেন্সে ৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদনের যোগ্য।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: বেতন
প্রার্থীরা মাসিক ৬৭৭০০- ২০৮৭০০ টাকা বেতন পাবেন।
পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র ও সমস্ত ডকুমেন্ট প্রেস্ক্রাইব ফরম্যাটে পাঠাতে হবে। সেই সঙ্গে আন্ডার সেক্রেটারি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের দ্বারা প্রস্তাবিত গত পাঁচ বছরের এপিএআর-এর কপি সহ আবেদন করতে হবে।
আরও পড়ুন: টেটের ফল প্রকাশ নিয়ে বড় খবর! শুরু আলোচনা, উত্তরপত্র আপলোড করার সময় নির্ধারিত
বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে জানানো হয়েছে যে, এই সার্কুলার জারির তারিখ থেকে ত্রিশ দিনের মধ্যে পিডিএফ-এ উল্লিখিত ঠিকানায় ভিজিলেন্স অ্যাঙ্গেল, ইন্টিগ্রিটি সার্টিফিকেট প্রদান করতে হবে।