TRENDING:

ONGC Recruitment 2022: সুবর্ণ সুযোগ! অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ, জানুন বিশদে

Last Updated:

ONGC Recruitment 2022: প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইঞ্জিনিয়ারিং এবং জিওসায়েন্স শাখায় ই১ লেভেলের গ্র্যাজুয়েট ট্রেনি পদে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরাঅয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আরও পড়ুন: ভারতীয় সশস্ত্র সীমা বলের অধীনে বিপুল পদে নিয়োগ! আজই আবেদন করুন

আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন

ওএনজিসি নিয়োগ ২০২২: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

ওএনজিসি নিয়োগ ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ৮৭১টি বেশি পদ রয়েছে বলে জানানো হয়েছে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন
পদের নাম ইঞ্জিনিয়ারিং এবং জিওসায়েন্স শাখায় ই১ লেভেলের গ্র্যাজুয়েট ট্রেনি
শূন্যপদের সংখ্যা ৮৭১
কাজের স্থান ভারত
নির্বাচন পদ্ধতি বিশদ দেখুন
আবেদনের শেষ তারিখ ২২.১০.২০২২
আবেদন পদ্ধতি অনলাইন
বেতনক্রম বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা বিশদ দেখুন
আবেদন শুরু বর্তমানে চলছে

advertisement

 আবেদন ফি

জেনারেল, ইডব্লুএস ও ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ৩০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, এসটি ও এসসি এবং পিডব্লুবিডি বিভাগের প্রার্থীদের আবেদন ফি প্রত্যাহার করা হয়েছে।

ওএনজিসি নিয়োগ ২০২২: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের পারফরমেন্স এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে।

advertisement

ওএনজিসি নিয়োগ ২০২২: আবেদন পদ্ধতি

প্রথমে ONGCINDIA.COM-এ অফিসিয়াল ওয়েবসাইটটে যেতে হবে

হোমপেজে, কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে

এরপরে, “ONLINE REGISTRATION FOR RECRUITMENT OF GTS IN GEOSCIENCE & ENGINEERING DISCIPLINES (E1 LEVEL) THROUGH GATE-2022 22 SEP, 2022” লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে

নাম রেজিস্ট্রেশন করতে হবে

আবেদনপত্রটি পূরণ করতে হবে

advertisement

আবেদন ফি প্রদান করতে হবে

আবেদনপত্র জমা দিতে হবে

প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন

সরাসরি আবেদনের লিঙ্ক-

HTTPS://ONGCINDIA.COM/WEB/ENG/DETAIL?ASSETENTRY=5560759&ASSETCLASSPK=5560754

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://ongcindia.com/documents/77751/2593733/adeng22092201.pdf করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
ONGC Recruitment 2022: সুবর্ণ সুযোগ! অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল