TRENDING:

Recruitment 2022: ONGC-তে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ নিয়ে অবশ্যই জানুন, দারুণ সুযোগ

Last Updated:

প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি স্পেশালিস্ট ডাক্তার পদে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ONGC-তে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ
ONGC-তে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ
advertisement

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: চমকের উত্তরবঙ্গ সফর শেষ, আজ কলকাতায় ফিরেই কালীপুজো উদ্বোধন মমতার

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: টাটাকে তাড়িয়েছে সিপিএম, পঞ্চায়েতের আগে মমতার দাবিতে সুচারু কৌশল!

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড
পদের নাম: স্পেশালিস্ট ডাক্তার
শূন্যপদের সংখ্যা: ১৭
কাজের স্থান: ভারত
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ০৮-১১-২০২২

advertisement

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা

সিনিয়র এমও (আই স্পেশালিস্ট)- অপথালমোলজিতে এমডি/ এমএস/ ডিএনবি/ পিজি ডিপ্লোমা

সিনিয়র এমও (ওবস্ট্রেট্রিস ও গায়েনোকোলজি)- অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজিতে এমডি/এমএস/ডিএনবি/পিজি ডিপ্লোমা

সিনিয়র এমও (অ্যানেস্থেসিয়া)-অ্যানেস্থেসিয়াতে এমডি/এমএস/ডিএনবি/পিজি ডিপ্লোমা

সিনিয়র এমও (ফিজিসিয়ান)- জেনারেল মেডিসিনে এমডি/এমএস/ডিএনবি/পিজি ডিপ্লোমা

সিনিয়র এমও (ডার্মাটোলজি)- ডার্মাটোলজি, ভেনরিওলজি এবং লেপ্রোলজি বা ডার্মাটোলজি এবং এসটিডি বা ডার্মাটোলজি অ্যান্ড ভেনারোলজি বা ডার্মাটোলজিতে এমডি/এমএস/ডিএনবি/পিজি ডিপ্লোমা

advertisement

সিনিয়র এমও (চেস্ট ফিজিশিয়ান)- টিউবরকলিসিস, চেস্ট ডিজিস, টিবি বা চেস্ট ডিজিসে বা প্লামোনারি মেডিসিন বা টিবি এবং রেসপিরেটরিতে এমডি/এমএস/ডিএনবি/পিজি ডিপ্লোমা

অ্যাসিস্ট্যান্ট চিফ মেডিকেল অফিসার (হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন)- সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দুই বছর মেয়াদী হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

চিফ এঞ্জিনিয়ার (মেরিন)- মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টের প্রথ বা দ্বিতীয় শ্রেণির মোটর সার্টিফিকেট বা সমমানের যোগ্যতা থাকতে হবে

পোর্ট ক্যাপ্টেন- মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট ফরেন গোয়িং সার্টিফিকেট বা ভারতীয় নৌবাহিনীতে সমমানের যোগ্যতা থাকতে হবে

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: বেতন

ই২ পদের জন্য: ৭০০০০– ২০০০০০ টাকা

ই২ পদের জন্য: ৯০০০০- ২৪০০০০ টাকা

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি

প্রার্থীদের www.ongcindia.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে

ওয়েবসাইটে তাদের অনলাইন আবেদন করার সময় প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে-

পরিচয় পত্র

মোবাইল নম্বর ও ই-মেইল আইডি

সাদা ব্যাকগ্রাউন্ড সহ প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান করা কপি (৭০ কেবি-এর বেশি নয়)

সাদা ব্যাকগ্রাউন্ড সহ প্রার্থীর সিগনেচারের স্ক্যান করা কপি (৭০ কেবি-এর বেশি নয়)

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

অভিজ্ঞতার সার্টিফিকেট.

প্রার্থীদের সম্প্রদায়, রাজ্য এবং জেলা সম্পর্কিত বিশদ বিবরণ পূরণ করার জন্য জাতি/সম্প্রদায়ের (যদি প্রার্থী ওবিসি/ পিডব্লুডি বিভাগের অন্তর্গত হয়) শংসাপত্র সঙ্গে রাখতে হবে।

ওএনজিসি রিক্রুটমেন্ট ২০২২: ইন্টারভিউয়ের স্থান

স্পশালিস্ট ডাক্তার এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন পদের ইন্টারভিউ দিল্লি এবং গুয়াহাটিতে নেওয়া হবে

পোর্ট ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার (মেরিন) পদে ইন্টারভিউ মুম্বইয়ে নেওয়া হবে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জায়গা পছন্দ করে নিতে হবে

প্রার্থীদের তাঁদের দেওয়া বিকল্প অনুসারে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যদি পর্যাপ্ত সংখ্যক প্রার্থী এই জায়গাগুলির মধ্যে কোনও একটি বা দুটিতে ইন্টারভিউয়ের জন্য উপলব্ধ না হয়, তবে ওএনজিসি অন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইন্টারভিউয়ের ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

রেজিস্টার্ড প্রার্থীদের সমস্ত চিঠিপত্র বা প্রয়োজনীয় তথ্য শুধুমাত্র রেজিস্টার করা ই-মেল এবং মোবাইল নম্বরেই পাঠানো হবে। প্রার্থীদের কমপক্ষে এক বছরের জন্য তাঁদের রেজিস্টার করা ই-মেল আইডি এবং মোবাইল নম্বর সক্রিয় রাখতে হবে।

ইন্টারভিউয়ের জন্য কল লেটার অনলাইনেই উপলব্ধ হবে যা প্রার্থীরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, এছাড়া মেলের মাধ্যমেও পাঠানো হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইন্টারভিউয়ের তারিখ ও সময় পরে জানানো হবে।

বাংলা খবর/ খবর/চাকরি/
Recruitment 2022: ONGC-তে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ নিয়ে অবশ্যই জানুন, দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল