এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, প্রচুর শূন্যপদ
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইন্সপেক্টর- ২৮টি পদ
সাব ইন্সপেক্টর- ৯০টি পদ
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি |
পদের নাম: | ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর |
শূন্যপদের সংখ্যা | ১১৮ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৪৫ দিনের মধ্যে |
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
ইন্সপেক্টর- ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ক্রিমিনাল মামলার তদন্ত, ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন বা ইন্টেলিজেন্স ওয়ার্ক বা ইনফরমেশন টেকনোলজি বা অপারেশন কেসের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনস্থ অফিসাররা যাঁরা প্যারেন্ট ক্যাডার বা বিভাগে রেগুলার বেসিসে সাদৃশ্যপূর্ণ কোনও পদে রয়েছেন বা পে ব্যান্ড-২-এর পোস্টে রেগুলার বেসিসে নিয়োগের পরে রেন্ডার করা গ্রেডে ৫ বছরের রেগুলার সার্ভিস সহ ৯৩০০-৩৪৮০০ টাকা গ্রেড পে সহ সার্ভিস দিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য।
সাব ইন্সপেক্টর- সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ক্রিমিনাল মামলার তদন্ত, ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন বা ইন্টেলিজেন্স ওয়ার্ক বা ইনফরমেশন টেকনোলজি বা অপারেশন কেসের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
যে প্রার্থীরা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনস্থ প্রতিষ্ঠানে প্যারেন্ট ক্যাডার বা বিভাগে রেগুলার বেসিসে অনুরূপ পদে রয়েছেন বা পে ব্যান্ড -১ অনুযায়ী ৫২০০ থেকে ২০২০০ এবং ২৮০০ গ্রেড পে সহ সার্ভিস দিয়েছেন তাঁরা আবেদনের যোগ্য।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর- প্রি-রিভাইজড পিবি-২ ৯৩০০- ৩৪৮০০ টাকা
আরও পড়ুন: নিয়োগ কমছে আইটি পরিষেবা সংস্থাগুলিতে! বাড়ছে বেকারত্ব
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সর্বোচ্চ ৫৬ বছর।
এনআইএ রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায়, ‘The SP (Adm) NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi 110003’ পাঠাতে হবে।