এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/ncl-RECRUITMENT.pdf ক্লিক করে দেখতে পারেন।
এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইউআর বিভাগ- ৫টি পদ
এসসি বিভাগ- ১টি পদ
ওবিসি (এনসিএল)- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | নর্দার্ন কোলফিল্ডস লিমিটেড |
পদের নাম | ফোরম্যান ইনচার্জ |
শূন্যপদের সংখ্যা | ৮ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ- ০২.১০.২০২২
এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
যে সমস্ত আবেদনকারীরা আবেদন জমা দেওয়ার শেষ তারিখের আগে চাকরির মেয়াদ শেষ করেছেন তাঁরা এনসিএল-এ উল্লিখিত পদের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।
এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদনের উর্ধ্ব বয়সসীমা ৬৫ বছর। প্রার্থীদের ১ বছরের জন্য নিযুক্ত করা হবে। কর্মক্ষমতা, মেডিকেল ফিটনেস, পারস্পরিক সম্মতি, নিয়মাবলী মেনে নিয়োগ আরও ১ বছর বাড়ানো হতে পারে।
এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের তাঁদের যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও বাছাইয়ের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাটেনডেন্স এবং অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্টও খতিয়ে দেখা হবে।
এনসিএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
ফোরম্যান ইন-চার্জ পদের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইটে www.nclcil.in যেতে হবে। সমস্ত নির্দেশাবলী সাবধানে পড়তে হবে এবং তারপরে সমস্ত তথ্য সহকারে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপর ই-মেল আইডিতে rectt.ncl@coalindia.in যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র ও ডকুমেন্ট জমা দিতে হবে।