মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ:- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ১১.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর টেকনোলজি ইনস্টিটিউটে অধ্যাপক নিয়োগের বিরাট সুযোগ! জানুন
আবেদন পদ্ধতি:- আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, ‘the Under Secretary (PF&PG) Ministry of External Affairs, Room No. 4071, Jawaharlal Nehru Bhawan, 23-D, Janpath, New Delhi-110011’। এনভেলাপের ওপর প্রার্থীদের “Application for the position of Consultant in PP&R Division of Ministry of External Affairs” উল্লেখ করে দিতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স |
পদের নাম: | কনসালটেন্ট |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১১.০৫.২০২৩ |
শূন্যপদের সংখ্যা:- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: UPSC CDS II পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট আউট! 'এই' পদ্ধতি অবলম্বন করলেই জানতে পারবেন ফলাফল
বয়সসীমা:- ১১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷
আবেদনের যোগ্যতা:- প্রার্থীদের স্পেশালাইজড ডোমেইনে জ্ঞান থাকতে হবে, এছাড়াও যে সকল প্রার্থীদের কাজ সংক্রান্ত পাবলিকেশন, জার্নাল, নিউজ পেপার, মিডিয়া রিপোর্ট, কোনও নামি বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়াও এই মিনিস্ট্রিতে কাজের অভিজ্ঞতা, বিদেশি ভাষার জ্ঞান, স্নাতকোত্তর ডিগ্রি সহ আইআর-এ কাজের অভিজ্ঞতা এবং স্বনামধন্য অ্যাকাডেমিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা ইত্যাদি থাকতে হবে।
বেতন:- নির্বাচিত প্রার্থীরা ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় এবং প্রযোজ্য করের নির্দিষ্ট শতাংশে ছাড় পাবেন। তবে কোনও এইচআরএ দেওয়া হবে না।
মেয়াদকাল:- প্রার্থীদের ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নিয়োগের স্থান, ‘Ministry of External Affairs (South Block/ Jawaharlal Nehru Bhawan / Sushma Swaraj Bhawan/Patiala House/ISIL Building/Akbar Bhavan), New Delhi’।