বিভিন্ন পদে যেমন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। ফরেন্সিক সায়েন্স, রসায়ন (অ্যাপ্লাইড), গণিত (অ্যাপ্লাইড), পরিসংখ্যান (অ্যাপ্লাইড), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, মিডিয়া সায়েন্স, মনোবিজ্ঞান (অ্যাপ্লাইড), ইকোনমিক্স, পুষ্টিবিজ্ঞান, ফার্মাকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্স-সহ আরও বিভাগে এই তিনটি পদে নিয়োগ করা হবে।
advertisement
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পাশ করলেই কেন্দ্রীয় বিদ্যালয়ে মিলছে চাকরি! জেনে নিন বিশদে
ইউজিসি-র নিয়মাবলি অনুসারে প্রতিটি পদের যোগ্যতা নির্ধারিত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে ইউজিসি-র ওয়েবসাইট https://www.ugc.ac.in/ চেক করতে পারেন।
আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউ দিয়ে এয়ার ইন্ডিয়ায় প্রচুর কাজের সুযোগ, কারা যোগ্য, জেনে নিন
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ দিন কোনও উল্লেখ করা নেই। তাই, যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করুন। নিয়োগ সংক্রান্ত সব তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে। আগ্রহী প্রার্থী নিয়োগ সংক্রান্ত তথ্য এবং শর্তাবলি জানতে নিয়মিত ম্যাকাউট-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।