রাজ্য সরকারের নগর উন্নয়ন ও মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের অনুমোদনের ভিত্তিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কোন কোন পদে কতজন কর্মী নিয়োগ হবে?
পদের নাম | কর্মী সংখ্যা |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( সিভিল) | ৬৭ |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) | ১০ |
অ্যাসিট্যান্ট অ্যানালিস্ট | ০৫ |
ডেপুটি অ্যানিলিস্ট( মাইক্রোবায়োলজি) | ০২ |
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার( মেকানিক্যাল) | ১০ |
advertisement
আবেদনের বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ৪০ বছরের কম হতে হবে
আরও পড়ুন: কৃষি এবং কৃষি কল্যাণ মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন লক্ষাধিক! সবিস্তার জানতে পড়ুন!
বেতন পরিকাঠামো
বিভিন্ন পদে নিযুক্ত চাকরিপ্রার্থীরা ROPA 2019 এর সংশোধিত বেতন ম্যাট্রিক্স অনুযায়ী বেতন পাবেন
আরও পড়ুন: পঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্কে চাকরির দুর্দান্ত সুযোগ! শীঘ্রই আবেদন করুন!
আবেদনের ফি
আনরিসাভর্ড ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদনের জন্য ১৫০ টাকা ফি দিতে হবে, সঙ্গে প্রসেসিং চার্জ ৫০ টাকা, অর্থাৎ মোট ২০০ টাকা দিতে হবে৷ SC, S.T ও P.W.D প্রার্থীদের কেবলমাত্র প্রসেসিং চার্জ ৫০ টাকা দিতে হবে। অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের জন্য ফি তে কোনও ছাড় নেই৷
অনলাইনে আবেদন শুরুর তারিখ
আবেদন শুরু হবে ৩১ মার্চ ২০২৩ তারিখ থেকে
অনলাইনে ফি জমা ও আবেদনের শেষ তারিখ
৩০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে জমা দিতে হবে