কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে apprenticeshipindia.org গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এবং এইচসি নিয়োগ, বয়সসীমা কত? জানুন বিশদে
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ফিটার - ৮১টি পদ
ইলেকট্রিশিয়ান - ২৬টি পদ
মেশিনিস্ট - ৯টি পোস্ট
ওয়েল্ডার - ৯টি পোস্ট
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | কলকাতা মেট্রো |
পদের নাম | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা | ১২৫ |
কাজের স্থান | কলকাতা |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০৩.২০২৩ |
কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
যে সব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান তাঁদের ম্যাট্রিকুলেশন (ম্যাট্রিকুলেট অথবা ১০+২ পরীক্ষা ব্যবস্থা) পরীক্ষায় ঐচ্ছিক অথবা অতিরিক্ত বিষয় বাদ দিয়ে গড়ে কম করে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সেই সঙ্গে প্রার্থীদের এনসিভিটি অ্যাফিলিয়েটেড আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যক।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ ছাড়বেন না, ৫০০ কর্মী নিয়োগ চলছে, জেনে নিন কী করতে হবে
কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
পিএফএ, মেট্রো রেলওয়ে, কলকাতার জন্য প্রসেসিং ফি হিসেবে ১০০ টাকা ধার্য করা হয়েছে। এই ফি দিতে হবে কলকাতা জিপিও মানি অর্ডারের মাধ্যমে। তবে কোনও পরিস্থিতিতেই এই ফি রিফান্ড কিংবা ট্রান্সফার করা হবে না।
কলকাতা মেট্রো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আবেদন ফর্ম পূরণ করে প্রার্থীদের Dy. Chief Personnel Officer, Metro Rail Bhavan, 33/1, J.L. Nehru Road, Kolkata- 700071 এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা আবেদন ফর্ম পূরণ করে তা PRO Office, Metro Rail Bhavan, Ground floor, 33/1, J.L.Nehru Road, Kolkata- 700071 ঠিকানায় ডাকবাক্সে ফেলে আসা যেতে পারে।