এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন - শনি দেখে অবাক হতেন, হার মানাচ্ছে সুপার স্যাটার্ন, দেখুন ফটো
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৭৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। যার মধ্যে ১৬০০টি রেগুলার এবং ৭৩টি ব্যাকলগ পদ রয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নাম | প্রবেশনারি অফিসার (পিও) |
শূন্যপদের সংখ্যা | ১৬৭৩ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরণ | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১২.১০.২০২২ |
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি বা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সমমানের যোগ্যতা থাকতে হবে। যাঁরা তাঁদের স্নাতক ডিগ্রির শেষ বছর/সেমিস্টারে রয়েছেন তাঁরাও আবেদন করতে পারেন তবে তাঁদের এই শর্ত সাপেক্ষে ডাকা হবে যে তাঁদের ৩১, ২০২২ ডিসেম্বর বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন - ‘‘আমার মেয়ে যদি...’’ ঝুলনের প্রসঙ্গে সানা-র উল্লেখ করে যা বললেন সৌরভ
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রবেশনারি অফিসারদের তিনটি পর্যায়ের প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা এবং সাইকোমেট্রিক পরীক্ষা। প্রার্থীদের আলাদা ভাবে ফেজ-II এবং ফেজ-III উভয় ক্ষেত্রেই পাস করতে হবে এবং এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় প্রিলিমিনারি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ করা হবে না।
এসবিআই পিও রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
অসংরক্ষিত ক্যাটাগরি- ৭৫০ টাকা
সংরক্ষিত ক্যাটাগরি- কোনও আবেদন ফি নেই
আবেদনের সম্পূর্ণ লিঙ্ক- https://ibpsonline.ibps.in/sbiposep22/
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১২ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।