ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন : ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় সুবর্ণ সুযোগ, আবেদন করুন আজই
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইডিসিআইএল (ইন্ডিয়া) লিমিটেড |
পদের নাম | ম্যানেজার (প্রজেক্ট), ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিটাল এডুকেশনসিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার |
শূন্যপদের সংখ্যা | ১১ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১০.১১.২০২২ |
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
জেনারেল ম্যানেজার (প্রজেক্ট)- কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বি.টেক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ/পিজি ডিপ্লোমা (এইচআর স্পেশালাইজেশন) থাকতে হবে।
আরও পড়ুন : সহকারী অধ্যাপক নিয়োগের বড় খবর, কলেজগুলি থেকে শূন্যপদের তালিকা চাইল কমিশন
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেম)- ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বি.টেক/এম.টেক ডিগ্রি থাকতে হবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রজেক্ট)- ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বি.টেক ডিগ্রি থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল এডুকেশন সিস্টেমস)- এইচআর বা পার্সোনাল ম্যানেজমেন্টে এমবিএ/ পিজিডিএম ডিগ্রি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট (এইচআর): ইনফরমেশন টেকনোলজি/কম্পিউটার সায়েন্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিই/বি টেক
ইডিসিআইএল রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
আবেদনপত্র হার্ডকপিতে পাঠানোর পূর্বে প্রার্থীদের অনলাইনেও আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইনে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে প্রার্থীরা যে পদের জন্য আবেদন করছেন এনভেলাপের ওপর তা উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘HEAD (HR & ADMIN), EDCIL HOUSE, PLOT NO., 18A, SECTOR 16A, NOIDA 201301’।