সহকারী অধ্যাপক নিয়োগের বড় খবর, কলেজগুলি থেকে শূন্যপদের তালিকা চাইল কমিশন

Last Updated:

চলতি বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত কত সংখ্যক শূন্যপদ কলেজে কলেজে তৈরি হবে? তার তালিকা রাজ্যজুড়ে কলেজগুলির থেকে জানতে চাইল কলেজ সার্ভিস কমিশন।

#কলকাতা: আরও বেশি সংখ্যক শূন্যপদ নিয়েই কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চায় রাজ্য। তার জেরেই সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ফের কলেজগুলি থেকে শূন্যপদের নির্দিষ্ট হিসাব চাইল কলেজ সার্ভিস কমিশন। কত শূন্যপদ রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে কলেজ সার্ভিস কমিশনকে৷
চলতি বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত কত সংখ্যক শূন্যপদ কলেজে কলেজে তৈরি হবে? তার তালিকা রাজ্যজুড়ে কলেজগুলির থেকে জানতে চাইল কলেজ সার্ভিস কমিশন। আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যেই রাজ্য জুড়ে কলেজগুলিকে তার তালিকা পাঠাতে হবে।
advertisement
advertisement
গত কয়েক মাস ধরেই সরকারি কলেজে অধ্যাপক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া করছে কলেজ সার্ভিস কমিশন। ডিসেম্বর মাস পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে বলেই কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে ৩১ জানুয়ারির মধ্যে এসে তালিকা এসে পৌছালেই তারপরেই ক্রমানুযায়ী বিষয় ভিত্তিক প্যানেল প্রকাশ করবে কমিশন।
advertisement
এর আগে জানুয়ারি মাসে রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কলেজ সার্ভিস কমিশন৷ সেখানে বলা হয়, গত ১৭ জানুয়ারি থেকে বিভিন্ন বিষয়ে কলেজ সার্ভিস ইন্টারভিউ নিতে শুরু করে৷ তখনই বলা হয়, মোট ৪৫টি বিষয়ের জন্য ইন্টারভিউ নেবে কলেজ সার্ভিস কমিশন৷ সেই সময় বলা হয়েছিল, এ বারের শূন্যপদ অনেকটাই বাড়বে৷ কমিশনের অধিকারিকদের ধারণা ২০২২-এ অধ্যাপকদের অবসর নেওয়ার সংখ্যাটা অনেকটাই রয়েছে৷ সেই কারণেই বাড়বে শূন্যপদের সংখ্যা৷
advertisement
Somraj Banerjee
বাংলা খবর/ খবর/চাকরি/
সহকারী অধ্যাপক নিয়োগের বড় খবর, কলেজগুলি থেকে শূন্যপদের তালিকা চাইল কমিশন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement