মিনিস্ট্রি অফ কমিউনিকেশন রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখঃ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫.০৯.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের অধীনে চাকরির সুযোগ! জেনে নিন বিস্তারিত
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | মিনিস্ট্রি অফ কমিউনিকেশন |
পদের নাম: | কনসালট্যান্ট (টেকনিক্যাল, পিএ/ স্টেনোগ্রাফার) |
শূন্যপদের সংখ্যা: | ১৪ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৯.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণঃ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন বিস্তারিত
বয়সসীমাঃ প্রার্থীদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতিঃ প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করে এই ঠিকানায় ‘Asst. Divisional Engineer Telecom (Admin), O/o Special DG Telecom, AP LSA, Department of Telecommunications, 4th Floor, CTO Building, Near Paradise Hotel, Secunderabad— 500003’ পাঠাতে হবে।
আবেদন ফিঃ জেনারেল ক্যাটাগরি/ ওবিসি/ ইডব্লুএস প্রার্থীদের জনক্স ১০০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীদের ‘ডিমান্ড ড্রাফটের’ মাধ্যমে এই অ্যাকাউন্টে “Ministry Of Communication KALYANI INTERNAL RESOURCES ACCOUNT” আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতাঃ টেকনিক্যাল কনসালট্যান্ট পদের জন্য
সিডিএ স্কেল থেকে ৭ সিপিসি বা সমতুল্য আইডিএ স্কেলের ৮ লেভেলের গ্রেডে বা সমগ্রেডের পদে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। পিএ/স্টেনোগ্রাফার লেভেলে কনসালট্যান্ট পদের জন্য
সিডিএ স্কেল থেকে অবসর নেওয়া লেভেল ৪/ লেভেল ৫/ লেভেল ৬ বা ৭ সিপিসি বা সমতুল্য আইডিএ স্কেলের গ্রেডে থাকা বা সমগ্রেডের পদে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য।