এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। যদিও শূন্য পদ রয়েছে একটি। অনলাইনে আবেদন করা যাবে। এই পদে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
advertisement
অনলাইনে আবেদনের জন্য প্রথমেই আপনাকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nitdgp.ac.in যেতে হবে। তারপর সেখান থেকে রিক্রুটমেন্ট বিভাগে গিয়ে Apply Online – এ ক্লিক করতে হবে। তারপর নির্দিষ্ট ফর্মে নিজের পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষরের স্ক্যান, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে হবে।
আরও পড়ুন- সস্তার এই ‘পাতা’র হাজার গুণ! মোমের মতো চর্বি গলে, পালায় ক্যানসার! দূরে থাকে ‘স্ট্রেস’
বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন সময়। আগামী ১৭ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে এই পদের জন্য আবেদন করতে হবে। আবেদনপত্র থেকে শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখান থেকেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে।
নিচে দেওয়া লিংকে ক্লিক করলে সরাসরি পৌঁছে দেওয়া যাবে আবেদন পত্রে।
আবেদনপত্রের লিংক :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfjP3vdG1Dv__wUR61RAobZUqEqU4tR8OmdFfki5Kw0amMBzg/viewform
সেখানেই প্রার্থীকে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিতে হবে। মার্কশিটের ভিত্তিতে যাচাই করা হবে প্রার্থীদের। তারপরেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। উচ্চ মাধ্যমিক পাস করার পাশাপাশি প্রার্থীকে কম্পিউটার এবং স্মার্টফোন চালানোর ক্ষেত্রে দক্ষ হতে হবে।
নয়ন ঘোষ