সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৭ ডিসেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের বিজ্ঞাপনে প্রদত্ত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আবেদনপত্র পূরন করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘NSIC MDBP BUILDING, 3RS FLOOR, OKHLA INDUSTRIAL ESTATE NEW DELHI 110020’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | জেনারেল ম্যানেজার (সিভিল) এবং সিনিয়র জেনারেল ম্যানেজার (সিভিল) |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭.১২.২০২২ |
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
প্রার্থীদের বয়স ৫৪ বছরের মধ্যে হতে হবে।
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: বেতন
মাসিক বেতন আইডিএ স্কেল ৮ অনুযায়ী ১২০০০০ টাকা থেকে ২৮০০০০ টাকা। মাসিক বেতন আইডিএ স্কেল ৭ অনুযায়ী ১০০০০০ টাকা থেকে ২৬০০০০ টাকা।
আরও পড়ুন : আইআইটি কানপুরে বিপুল নিয়োগ! নিয়োগ, সময় হাতে খুব কম! জেনে নিন
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: মেয়াদকাল
প্রার্থীদের ৩ বছরের জন্য নিয়োগ করা হবে। সর্বোচ্চ ৫ বছরের জন্য নিয়োগ করা হতে পারে।
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
এসএজি/ এসজি ক্যাডারের অধীনে থাকা গ্রুপ ‘এ’ অফিসার ও যাঁদের ১৭ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁরা আবেদনের যোগ্য।
কনটেইনার টার্মিনাল, আইসিডি, সিএফএস, পিএসসিটি, রেলওয়ে সাইডিং ইত্যাদি কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা আবেদন করতে পারেন।
আরও পড়ুন: এ বার ইন্টারনেট বন্ধ প্রাথমিকের টেটের দিনেও, স্বরাষ্ট্র সচিবকে চিঠি প্রাথমিক শিক্ষা পর্ষদের
সিওএনসিওআর রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট করা হবে এবং তারপর পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদির ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।