JPSC মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঝাড়খণ্ড সরকারের তরফে জানা গিয়েছে JPSC এ বার ২৫৬টি পদে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে। এই ২৫৬টি পদের মধ্যে ২৩০টি নিয়মিত এবং ২৬টি ‘ব্যাকলগ অ্যাপয়েন্টমেন্ট’ হিসেবে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই জন্য আগামী ১৯ জুন থেকে ১৮ জুলাইয়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই আবেদন করা যাবে অনলাইনে। এজন্য JPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের চাকরির সুবর্ণ সুযোগ! বিস্তারিত দেখুন
বিজ্ঞপ্তি অনুসারে, আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুন থেকে ১৮ জুলাই ২০২৩ তারিখের বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে পরীক্ষার ফি জমা দিতে পারবেন ২৪ জুলাই পর্যন্ত। তাছাড়া যে সমস্ত নথির ‘হার্ড কপি’ জমা দিতে হবে, সেগুলি জমা করা যাবে আগামী ৪ অগাস্ট ২০২৩ তারিখের মধ্যে।
এই সব পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হবে ১ অগাস্ট ২০২৩ তারিখের পর থেকে।
জেনে নেওয়া যাক বিস্তারিতঃ
এই পরীক্ষার জন্য সর্বনিম্ন বয়সসীমা রাখা হয়েছে ২৩ বছর।
পরীক্ষার ফিঃ
*অসংরক্ষিত, EWS, OBC এক ও দুইয়ের জন্য, পরীক্ষার ফি হবে ৬০০ টাকা, সেই সঙ্গে ব্যাঙ্ক চার্জ ধার্য হবে।
*ST/SC-এর জন্য, পরীক্ষার ফি হবে ১৫০ টাকা এবং ব্যাঙ্ক চার্জ৷
আরও পড়ুনঃ ইন্ডিয়ান রেলওয়েতে চাকরির বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
শূন্যপদঃ
এই নিয়োগের ক্ষেত্রে মোট ২৩০টি শূন্যপদ রয়েছে। ৯২টি অসংরক্ষিত, ২২টি EWS, ২০টি SC, ৬৪টি ST, ১৮টি OBC1 এবং ১৩টি, OBC2-র জন্য সংরক্ষিত।
নিয়োগের জন্য পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে ১০০ নম্বরের চারটি পত্রের লিখিত পরীক্ষা হবে। সেই সঙ্গে নেওয়া হবে ৪০ নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য।
ইন্টারভিউয়ের পর মেধা তালিকা তৈরি করা হবে। এই মেধা তালিকার ভিত্তিতেই প্রার্থীদের মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে।