ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ, ২০২৩ তারিখে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। আর আবেদনের শেষ দিন হল আগামী ২৪ এপ্রিল, ২০২৩ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি গিয়ে আবেদন করতে পারেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ে মাসিক ৬০ হাজার টাকার চাকরির সুযোগ!
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) - ১৫টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন) - ৪টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল) - ১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার সায়েন্স) - ১টি পদ
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল) - ৩টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ফিটার) - ২০টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ইলেকট্রনিক মেকানিক) - ৩টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ওয়েল্ডার) - ৩টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (রেফ্রিজারেশন ও এসি) - ১টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (ইলেকট্রিশিয়ান) - ২টি পদ
টেকনিশিয়ান ‘বি’ (প্লাম্বার) - ১টি পদ
ড্রটসম্যান ‘বি’ (সিভিল) - ১টি পদ
হেভি ভেহিকেল ড্রাইভার - ৫টি পদ
লাইট ভেহিকেল ড্রাইভার - ২টি পদ
ড্রটসম্যান ‘এ’ - ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) |
পদের নাম | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা | ৬৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭.০৩.২০২৩ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৪.০৪.২০২৩ |
ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কয়েক হাজার পদে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন!
ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন ১২৪৪০০ টাকা পর্যন্ত হতে পারে।
ইসরো রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমেই চূড়ান্ত করা হবে।