আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীদের http://www.apprenticeshipindia.org এই লিঙ্কে গিয়ে বা MHRD-র http://www. .mhrdnats.gov.in পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করতে হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ট্রেড অ্যাপ্রেন্টিস
১. ফিটার
২. ইলেকট্রিশিয়ান
৩. টার্নার
৪. মেকানিক (M V)
৫. ওয়েল্ডার
৬. পিএএসএএ
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস
১. মেকানিক্যাল
২. ইলেকট্রনিক
প্রতিটি ট্রেডেই ১ বছরের সময়সীমার জন্য ট্রেনিং দেওয়া হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | আইআরইএল ইন্ডিয়া লিমিটেড (IREL INDIA) |
পদের নাম: | অ্যাপ্রেন্টিস |
শূন্যপদের সংখ্যা: | ১৬ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ১৫.০৯.২০২২ |
আরও পড়ুন: কলকাতায় চাকরির বাম্পার সুযোগ! মেল মোটরস সার্ভিসেসে একাধিক নিয়োগ, বিস্তারিত জানুন...
বয়সসীমা:
প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছরের মধ্যে হতে হবে। SC/ST বিভাগের জন্য বয়সসীমায় ৫ বছর, OBC (NCL) বিভাগের প্রার্থীদের জন্য ৩ বছর এবং PWD-এর জন্য ১০ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্কে মেগা নিয়োগ! কবে থেকে, কীভাবে আবেদন করবেন? জানুন...
আবেদনের যোগ্যতা:
ফিটার ট্রেডে আইটিআই পাস
ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাস
টার্নার ট্রেডে আইটিআই পাস
মেকানিক (M V) ট্রেডে আইটিআই পাস
ওয়েল্ডার ট্রেডে আইটিআই পাস
কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই পাস
ডিপ্লোমা (মেকানিক্যাল)
ডিপ্লোমা (ইলেক্টেড)
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2022/09/IREL-india-recruitment-2022.pdf ক্লিক করে দেখতে পারেন।