TRENDING:

চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগে নতুন দিশা, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করবে পোর্টাল

Last Updated:

সংস্থার আর এক প্রতিষ্ঠাতা সদস্য অনিরুদ্ধ গোয়ালকর বলেন, ‘ভারতে এখনও পর্যন্ত এটি একমাত্র প্লাটফর্ম যেখানে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে নিয়োগকর্তা এবং চাকুরীপ্রার্থীরা একত্রিত হতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হয়দরাবাদ: স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিষয়ে এক পদক্ষেপ করতে চলেছে MedLink। আসলে এই MedLink হল একটি ওয়েব এন্টারপ্রাইজ। ছোট উদ্যোগে তৈরি করা এই সংস্থা কিন্তু স্বপ্ন দেখাচ্ছে বড় কিছু। এটি নিয়োগ সংক্রান্ত এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যা, একান্তই চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজ করবে।
advertisement

সময়ের থেকে বেশি কিছুটা এগিয়ে রয়েছে এই উদ্যোগ, সে কথা বলাই যায়। এটি স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগযোগ ঘটিয়ে দেবে পেশাদারের। আর সেটাও মাত্র কয়েকটি ক্লিকেই সম্ভব হবে।

গত কয়েক বছরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে পদ্ধতিতে একটা আমূল পরিবর্তন হয়েছে বলাই যায়। মানব সম্পদ ক্ষেত্রে আগে যে ভাবে নিয়োগকারী খবরের কাগজে বিজ্ঞাপন দিতেন, প্যামফ্লেট বিলি করতেন, এখন আর সে সব করতে হয় না। বরং সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয় কর্মখালি সংক্রান্ত ঘোষণা। অনলাইনে হয় পোস্টিং। আর সবটাই ঘটে যায় ইমেলের মাধ্যমে।

advertisement

AI এবং SaaS এর সাহায্যে এইচআর বিশেষজ্ঞরা খুব সহজে যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে পারেন। তবে এতদিন একান্ত ভাবে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের জন্য এমন কোনও পোর্টালের অস্তিত্ব ছিল না।

আরও পড়ুন: বড় খবর! ২০১৭ সালের টেটের ফল হয়ত সোমবার রাতেই, বললেন গৌতম পাল

কিন্তু গত দু’বছরে কোভিডের হানাদারি মানুষকে বুঝিয়ে দিয়েছে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পাওয়া ঠিক কতখানি জরুরি। আজকের দুনিয়ায় এই পরিষেবা পাওয়া যেতে পারে বাড়িতে বসেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রয়োজনীয়তা বেড়েছেও। আর সেই পরিস্থিতিতেই MedLink-এর ভাবনা জন্ম নেয়।

advertisement

এই পোর্টালে যখনই কোনও নিয়োগকারী জব অ্যালার্ট বা কর্মখালির নোটিফিকেশন জারি করবেন তখনই তা রেজিস্টার্ড ব্যবহারকারীদের কাছে পৌঁছবে। এমন একটি পোর্টাল ভারতে এই প্রথম, এবং একমাত্র।

সংস্থার সহ-প্রতিষ্ঠাতা মনোজকুমার ভাড্ডেপল্লি বলেন, ‘MedLink লঞ্চ করতে পেরে আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিনের একনিষ্ঠ গবেষণার ফসল হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে এই ওয়েবসাইট। আর এই গবেষণাই আমাদের শিখিয়েছে বাজার এবং তার পরবর্তী অংশের প্রয়োজনীয়তা সম্পর্কে। তা থেকেই আমরা বুঝেছি ঠিক কোন জায়গায় সব থেকে বেশি জোর দেওয়া দরকার। এর আগে ওয়েবসাইটের মাধ্যমে চাকরির আবেদন করার বিষয়টি নিয়ে খুব একটা সচেতনতা ছিল না ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যপরিষেবা সংক্রান্ত বিষয়ের কর্মীদের। এ বার তা সম্ভব হবে।’

advertisement

সংস্থার আর এক প্রতিষ্ঠাতা সদস্য অনিরুদ্ধ গোয়ালকর বলেন, ‘ভারতে এখনও পর্যন্ত এটি একমাত্র প্লাটফর্ম যেখানে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে নিয়োগকর্তা এবং চাকুরীপ্রার্থীরা একত্রিত হতে পারবেন। এই ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত কাজের গতি আনা এবং তা আরও খানিকটা সহজ করাই আমাদের লক্ষ্য।’

আরও পড়ুন: সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, ইন্ডিয়া পোস্টের অধীনে প্রচুর নিয়োগ

advertisement

সংস্থার উপদেষ্টা চিকিৎসক রাজ ভাড্ডেপল্লি বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত পরিষেবা আরও উন্নত করার জন্য যোগ্য মানুষের কাজের প্রয়োজন। আর সে কাজই বেশ খানিকটা সহজ হবে এই প্লাটফর্মের মাধ্যমে।’

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ওয়েবসাইটের পাশাপাশি একটি অ্যাপও তৈরি করেছে সংস্থা। গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপ ডাউনলোড করা যাবে। তা ছাড়া https://www.medlinkjobs.com এই সাইটে সরাসরিও লগ-ইন করা যেতে পারে।

বাংলা খবর/ খবর/চাকরি/
চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগে নতুন দিশা, নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করবে পোর্টাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল