TRENDING:

Indian Overseas Bank Recruitment 2022: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে বিপুল নিয়োগ! আবেদন করুন এখনই

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমএমজি স্কেল II-এ ডিজিটাল ব্যাঙ্কিং এবং ইনফরমেশন টেকনোলজিতে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:

advertisement

প্রতিষ্ঠানের তরফে মোট ২৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ম্যানেজার– বিজনেস অ্যানালিস্ট: ১টি পদ

ম্যানেজার- ডেটা ইঞ্জিনিয়ার: ১টি পদ

ম্যানেজার– ক্লাউড ইঞ্জিনিয়ার: ১টি পদ

ম্যানেজার- ডেটা সায়েন্টিস্ট: ১টি পদ

ম্যানেজার- নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার: ১টি পদ

ম্যানেজার- ওরাকল ডিবিএ: ২টি পদ

ম্যানেজার- মিডলওয়্যার ইঞ্জিনিয়ার: ১টি পদ

ম্যানেজার– সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর: ২টি পদ

advertisement

ম্যানেজার- নেটওয়ার্ক- রাউটিং এবং সুইচিং ইঞ্জিনিয়ার: ২টি পদ

ম্যানেজার- হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার: ১টি পদ

ম্যানেজার- সলিউশন আর্কিটেক্ট: ১টি পদ

ম্যানেজার- ডিজিটাল ব্যাঙ্কিং (আরটিজিএস/এনইএফটি): ১টি পদ

ম্যানেজার– ডিজিটাল ব্যাঙ্কিং (ডেবিট কার্ড এবং এটিএম সুইচ): ১টি পদ

ম্যানেজার- এটিএম ম্যানেজড সার্ভিস এবং এটিএম স্যুইচ: ২টি পদ

ম্যানেজার– মার্চেন্ট অ্যাকুইজিশন: ১টি পদ

ম্যানেজার– ডিজিটাল ব্যাঙ্কিং (আইবি, এমবি, ইউপিআই): ৩টি পদ

advertisement

ম্যানেজার– ডিজিটাল ব্যাঙ্কিং (রিনসিলিয়েশন): ১টি পদ

ম্যানেজার– কমপ্লায়েন্স অ্যান্ড অডিট: ১টি পদ

আরও পড়ুন : ইন্ডিয়ান অয়েলে একাধিক পদে বিপুল নিয়োগ! আজই আবেদন করুন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
পদের নাম: এমএমজি স্কেল II-এ ডিজিটাল ব্যাঙ্কিং এবং ইনফরমেশন টেকনোলজিতে স্পেশালিস্ট অফিসার
শূন্যপদের সংখ্যা: ২৫
কাজের স্থান: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০.১১.২০২২

advertisement

আরও পড়ুন : 'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর

আবেদনের যোগ্যতা:

বিজনেস অ্যানালিস্ট- কম্পিউটার সায়েন্স/আইটি/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম বিই/বিটেক ডিগ্রি এবং ফুল টাইম এমবিএ ডিগ্রি। বিজনেস অ্যানালিটিক্সে ফুল টাইম মাস্টার্স ডিগ্রিকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বি.ই./ বি. টেক এবং এম.বি.এ উভয় ক্ষেত্রেই ন্যূনতম ৬০% নম্বর থাকা অপরিহার্য।

ম্যানেজার– ডেটা ইঞ্জিনিয়ার: কম্পিউটার সায়েন্সে/ আইটি/ ইলেকট্রিনিক্স এবং কমিউনিকেশনে/ ইলেকট্ররাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই./ বি. টেক ডিগ্রি বা ডেটা সায়েন্স/ মেশিন লার্নিং/ এআইতে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।

নির্বাচন পদ্ধতি:

অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন ফি:

এসসি/এসটি/পিডব্লুডি (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) প্রার্থীদের ১০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

অন্য সকলের জন্য (ওবিসি এবং ইডব্লুএস) প্রার্থীদের ৫০০ টাকা

বাংলা খবর/ খবর/চাকরি/
Indian Overseas Bank Recruitment 2022: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে বিপুল নিয়োগ! আবেদন করুন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল