আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ৩০.০৫.২০২৩. তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদনপত্র করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে। এর পরে পাঠানো আবেদন বাতিল করে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৬৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট- ৪ (প্রোডাকশন)- গুজরাত ৪৭, হলদিয়া – ৭, পিঅ্যান্ডইউ গুজরাত -৭, পিঅ্যান্ডইউ হলদিয়া- ৪
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান অয়েল |
পদের নাম | নন-একজিকিউটিভ |
শূন্যপদের সংখ্যা | ৬৫ |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৫.২০২৩ |
বয়সসীমা
উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
বেতন
নির্বাচিত প্রার্থীরা ২৫০০০-১০৫০০০ টাকা মাসিক বেতন পাবেন।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://iocl.com/
Apply Online-এ ক্লিক করতে হবে
রিফাইনারি/পোস্ট বেছে নিতে হবে
সব তথ্য দিতে হবে
প্রিভিউয়ে দেখে নিতে হবে সব ঠিক আছে কি না
অ্যাপ্লিকেশন ফি দিতে হবে
ফর্ম সাবমিট করতে হবে
ভবিষ্যতের সুবিধার জন্য পূরণ করা ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।
আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির অধীনে প্রচুর পদে নিয়োগ! বিশদ জানতে পড়ুন!
আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কনসালটেন্ট নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/c7ab954527c648cdb1afe68c7046901a.pdf ক্লিক করতে পারেন।