ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৪৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মেশিনিস্ট- ৮টি পদ
ড্রাইভার ক্রেন মোবাইল- ৬টি পদ
ফিটার আর্মামেন্ট- ৫৫টি পদ
ফিটার জেনারেল মেকানিক (জিডব্লু)- ৩৬টি পদ
ফিটার ইলেকট্রনিক (জিডব্লু)- ১২টি পদ
ফিটার ইলেকট্রিক্যাল (জিডব্লু)- ১২টি পদ
ইলেকট্রনিক ফিটার- ২০টি পদ
advertisement
জেনারেল মেকানিক ফিটার- ১৮টি পদ
শিপ রাইট (জোইনার)- ২টি পদ
পেইন্টার – ২টি পদ
ইলেকট্রিক্যাল ফিটার- ১৩টি পদ
অ্যামুনিশন মেকানিক- ২০টি পদ
টর্পেডো ফিটার- ৪৪টি পদ
আরও পড়ুন: মেট্রো রেলে অফিসার ও ম্যানেজার পদে কর্মী নিয়োগ, জানুন বিশদে
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান নেভি |
পদের নাম | ফিটার আর্মামেন্ট, মেশিনিস্ট সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ২৪৮ |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলেছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের নিম্নলিখিত যে কোনও দুই বছরের সার্টফিকেট কোর্স করা থাকতে হবে
(i) ইলেকট্রিশিয়ান বা
(ii) ইলেকট্রনিক মেকানিক বা
(ii) ইলেকট্রোপ্লেটার বা
(iv) ফিটার বা
(v) ইন্সট্রুমেন্ট মেকানিক বা
(vi) মেশিনিস্ট বা
(vii) মেকানিক, কমিউনিকেশন, ইকুইপমেন্ট মেনটেনেন্স
অন্যান্য সকল পোস্টের জন্য-
প্রার্থীদের ইংরেজিতে জ্ঞান সহ একটি স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। অথবা প্রার্থীদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর উপযুক্ত টেকনিক্যাল ব্রাঞ্চে দুই বছরের রেগুলার সার্ভিসের সঙ্গে সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
মাসিক বেতন ১৯৯০০- ৬৩২০০ টাকা
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন ফি
আবেদন ফি হিসাবে ২০৫ টাকা দিতে হবে।
আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে ডোমেনে কর্মী নিয়োগ, চাকরির জন্য আজই আবেদন করুন
ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।