ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৬১তম শর্ট সার্ভিস কমিশনে (টেকনিক্যাল) পুরুষ এবং ৩২তম শর্ট সার্ভিস কমিশন (টেকনিক্যাল) মহিলা কোর্সের আবেদনের তারিখ- ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত
৫৪তম শর্ট সার্ভিস কমিশন এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম কোর্স- ১৭ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত
advertisement
ল গ্র্যাজুয়েটদের জন্য ৩১ম শর্ট সার্ভিস কমিশন জেএজি এন্ট্রি স্কিম কোর্স (পুরুষ ও মহিলা)- ১৮ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির মহা সুযোগ! ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর পদে ম্যানেজার নিয়োগ চলছে
আরও পড়ুন: মাধ্য়মিক দিতে গিয়ে ছাত্রদের বেয়াদপি বরদাস্ত নয়, স্কুলকেই শাস্তি দেবে পর্ষদ
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে joinindianarmy.nic.in যেতে হবে
Apply Online অপশনে গিয়ে প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে
এর পর আবেদনপত্র পূরণ করে ফর্মটি জমা দিতে হবে
আবেদনপত্রের প্রিন্ট আউট নিতে হবে ভবিষ্যতের সুবিধার্থে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | ইন্ডিয়ান আর্মি |
পদের নাম | বিশদ দেখুন |
শূন্যপদের সংখ্যা | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিশদ দেখুন |
ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের বয়সসীমা ও আবেদনের যোগ্যতা
৬১তম শর্ট সার্ভিস কমিশনে (টেকনিক্যাল) পুরুষ এবং ৩২তম শর্ট সার্ভিস কমিশন (টেকনিক্যাল) মহিলা কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং বয়সসীমা ২০ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
৫৪তম শর্ট সার্ভিস কমিশন এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিম কোর্সের জন্য প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রিতে সব মিলিয়ে ৫০% নম্বর থাকতে হবে। যাঁরা ফাইনাল ইয়ারে রয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন।
৩১ম শর্ট সার্ভিস কমিশন জেএজি এন্ট্রি স্কিম কোর্সের প্রার্থীদের ৫৫% নম্বর সহ এলএলবি ডিগ্রি থাকতে হবে।