আর্মি নিয়োগ ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৬ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আর্মি নিয়োগ ২০২২: শূন্যপদের সংখ্যা ও বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১২৮টি বেশি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
পন্ডিত- ১০৮টি পদ
গোরখা রেজিমেন্টের জন্য পন্ডিত – ৫টি পদ
গ্রন্থি- ৮টি পদ
মৌলবি (সুন্নি)- ৩টি পদ
লাদাখ স্কাউটসের জন্য মৌলবি (শিয়া)- ১টি পদ
পাদরি- ২টি পদ
লাদাখ স্কাউটসের জন্য বৌদ্ধ ভিক্ষুক (মহাযান) – ১টি পদ
আরও পড়ুন: ভারতীয় সশস্ত্র সীমা বলের অধীনে বিপুল পদে নিয়োগ! আজই আবেদন করুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারতীয় আর্মি |
পদের নাম | জুনিয়ার কমিশনড অফিসার পদে মৌলভি, পন্ডিত, পাদরি সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ১২৮ |
বেতনক্রম | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
কাজের স্থান | ভারত |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.১১.২০২২ |
আর্মি নিয়োগ ২০২২: আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।
প্রার্থীদের বয়সসীমা ১ অক্টোবর, ২০২২ অনুসারে ২৫ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে। অন্য দিকে, সংরক্ষিত পদে নিয়োগের জন্য বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
আর্মি নিয়োগ ২০২২: কাজের দায়িত্ব
প্রার্থীদের সেনা রেজিমেন্টে অনুষ্ঠিত বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ও শিক্ষাদানের কাজ করতে হবে। এছাড়াও সৈন্যদের অন্তিমযাত্রায় সঙ্গ দেওয়া, হাসপাতালে ভর্তি সেনাদের মনোবল বাড়াতে মন্ত্রোচ্চারণ করা ইত্যাদি কাজ করতে হবে।
আর্মি নিয়োগ ২০২২: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মেডিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, স্ক্রিনিং, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় মোট দুটি পেপার থাকবে।
পরীক্ষার তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সম্পাদিত হবে
আর্মি নিয়োগ ২০২২: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হোমপেজে 'JCO/ OR APPLY/LOGIN' লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন এবং তারপর আবেদন করতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/Notification_For_Religious_Teacher-_RRT_91_and__92.pdf করে দেখতে পারেন।