আপাতত পঞ্জাবের বাইরে রিক্রুটমেন্ট র্যালি সংগঠিত না হওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে যে, অন্যান্য রাজ্যে স্থানীয় প্রশাসন থেকে তেমন কোনও ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা র্যালির সেখানে আয়োজন করতে পারছে না। তবে ভারতীয় সেনাবাহিনীর সূত্র মারফত নিশ্চিত করা হয়েছে যে অগ্নিপথ প্রকল্পের নিয়োগ সময়সূচী অনুযায়ীই হবে।
আরও পড়ুন: কলকাতার থেকে কোনও অংশে কম নয়, কার্শয়াংয়ের দুর্গাপুজোয় বুঁদ বাঙালি! এক নস্টালজিয়া
advertisement
আরও জানা গিয়েছে যে, লুধিয়ানা এবং গুরুদাসপুরের রিক্রুটমেন্ট র্যালি সিভিল প্রশাসনের পূর্ণ সমর্থনে সফলভাবে পরিচালিত হয়েছে। সেনাবাহিনী এক সাক্ষাৎকারে জানিয়েছে যে, পূর্ববর্তী বছরের মতোই প্রার্থীদের রেজিস্ট্রেশন এবং পদযাত্রা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ায় মেডিকেল অফিসার নিয়োগ, জানুন বিশদে
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাতিয়ালায় অগ্নিপথ নিয়োগের রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হবে; আগামী ১ নভেম্বর থেকে ১৬ নভেম্বর ফিরোজপুরে রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হবে এবং জলন্ধরে আগামী ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রিক্রুটমেন্ট র্যালি অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, মহিলা অগ্নিবীরদের নিয়োগের রিক্রুটমেন্ট র্যালিও নির্ধারিত সময়ে পরিচালিত হবে। সমস্ত রিক্রুটমেন্ট র্যালি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একত্রে মিলে অনুষ্ঠিত হবে এবং নির্ধারিত তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
সমাবেশের বিষয়ে কথা বলতে গিয়ে, জলন্ধরের পুলিশ কমিশনার বলেছেন যে তাঁরা এখনও কোনও চিঠি পাননি। তবে পুলিশ জানিয়েছে যে সমস্ত সহায়তা প্রদান করা হবে এবং সাহায্য চাইলে সেই অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।