ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২ মার্চ, ২০২৩ থেকে, চলবে আগামী ২২ মার্চ , ২০২৩ তারিখ পর্যন্ত। যারা ইচ্ছুক তারা সত্বর যোগাযোগ করুন।
আরও পড়ুন- রাজ্যের বিভিন্ন জেলা থেকে অগ্নিবীরে নিয়োগের বিরাট সুযোগ! জেনে নিন বিস্তারিত
advertisement
শূন্য পদের সংখ্যা- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী,
প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।পদ গুলি হল অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (তথ্য প্রযুক্তি), চিফ ম্যানেজার, অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (অপারেশন্স), অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (বিজনেজ সলিউশান গ্রুপ), চিফ ম্যানেজার (ফ্রড মনিটরিং), ডেপুটি জেনারাল ম্যানেজার (অর্থ ও হিসাব), সিনিয়র ম্যানেজার, ম্যানেজার।
বয়স- বিজ্ঞপ্তি অনুসারে ১/০২/২০২৩-এর মধ্যে, ম্যানেজার পদে জন্য, পদ গুলি হল ম্যানেজার পদে জন্য, ২৩ থেকে ৩৫ বছর হতে হবে। সিনিয়র ম্যানেজার পদে জন্য, বয়স ২৬ থেকে ৩৫ বছর হতে হবে। চিফ ম্যানেজার পদে জন্য, বয়সসীমা ২৯ থেকে ৪৫ বছর হতে হবে। অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদে জন্য, বয়সসীমা ৩২ থেকে ৪৫ বছরের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যারা জন্য, বয়সসীমা ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে।
তবে ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর, SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, PWD (সাধারণ) প্রার্থীদের জন্য ১০ বছর, PWD (OBC) প্রার্থীদের জন্য ১৩ বছর এবং PWD (SC/ST) প্রার্থীদের জন্য ১৫ বছরের ছাড়।
আরও পড়ুন- কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগের বিরাট সুযোগ! দেখে নিন বিস্তারিত
যোগ্যতা- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে পারে। অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (তথ্য প্রযুক্তি) ও চিফ ম্যানেজার তথ্য প্রযুক্তি/কম্পিউটার সায়েন্সে BE/ B.Tech, স্নাতকোত্তর ডিগ্রি। অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (অপারেশন্স) ও অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (বিজনেজ সলিউশান গ্রুপ) স্নাতক। চিফ ম্যানেজার (ফ্রড মনিটরিং) স্নাতক ও স্নাতকোত্তর, ডেপুটি জেনারাল ম্যানেজার (অর্থ ও হিসাব) সিএ, সিনিয়র ম্যানেজার ও ম্যানেজার B.Sc, BE/ B.Tech in Electronics, Information Technology, Computer Science, M.Sc ডিগ্রী থাকতে হবে। প্রার্থীদের নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন ফি- সাধারণ প্রার্থীদের টাকা ৭৫০ টাকা ফি দিতে হবে। SC/ST, PWD প্রার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে। ফি জমা দিতে হবে অনলাইনে।
বেতন- অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (তথ্য প্রযুক্তি) ২৬২০০০ টাকা, চিফ ম্যানেজার ২২১০০০ টাকা, অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার (অপারেশন্স) ও অ্যাসিস্টেন্স জেনারেল ম্যানেজার পাবেন (বিজনেজ সলিউশান গ্রুপ) ২৬২০০০ টাকা। চিফ ম্যানেজার (ফ্রড মনিটরিং) ২২১০০০ টাকা, ডেপুটি জেনারাল ম্যানেজার (অর্থ ও হিসাব) ৩২৭০০০ টাকা, সিনিয়র ম্যানেজার ১৮৬০০০ টাকা এবং ম্যানেজার ১৪৭০০০ টাকা বেতন পাবেন।
নির্বাচন পদ্ধতি- প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রুপ ডিসকাশন, অনলাইন টেস্ট, ইন্টারভিউ-এর মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
আবেদন পদ্ধতি- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে, অফিসিয়াল ওয়েবসাইট ippbonline.com গিয়ে, এজিএম, ম্যানেজারের চাকরির বিজ্ঞপ্তি খুলুন। তারপর আবেদনপত্র পূরণ করা শুরু করুন। নির্ভুল ভাবে আবেদনপত্রটি পূরণ করে, আবেদন ফি প্রদান করুন (যদি প্রযোজ্য হয়)। শেষে আবেদনত্রটি জমা দিন।