আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৭.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইন ও অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক |
পদের নাম | হিন্দি অফিসার (রাজভাষা অধিকারী) |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৭.০৫.২০২৩ |
আবেদের যোগ্যতা
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের জন্য রাজভাষা অধিকারী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ৬৫ বছরের মধ্যে হতে হবে।
মেয়াদকাল
নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক ভাবে ৩ বছরের মেয়াদে নিয়োগ করা হবে। পরবর্তীতে কর্মক্ষমতার মূল্যায়ন এবং অন্যান্য প্রশাসনিক প্রয়োজনের ভিত্তিতে কাজের মেয়াদকাল বাড়ানো বা কমানো হতে পারে। মেয়াদকালের বৃদ্ধি সর্বাধিক এক বছরের জন্য করা হতে পারে, একজন প্রার্থীকে দু’বারের বেশি এক্সটেনশন দেওয়া হবে না।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। ব্যাঙ্ক ইন্টারভিউ ছাড়াও গ্রুপ ডিসকাশন পরিচালনা করতে পারে।
আরও পড়ুন: ইন্ডিয়ান নেভিতে চাকরির বিরাট সুযোগ! দেখে নিন
আরও পড়ুন: UPSC অধীনে নিয়োগের দারুণ সুযোগ! তাড়াতাড়ি আবেদন করুন
আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করে এই ঠিকানায় পাঠাতে হবে,
Chief Human Resource Officer
India Post Payments Bank
2nd Floor, Speed Post Center
Bhai Veer Singh Marg, Gol Market
New Delhi -110001’।
এছাড়াও প্রার্থীদের আগাম আবেদনপত্র এই মেল আইডিতে careers@ippbonline.in পাঠিয়ে রাখতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://studycafe.in/wp-content/uploads/2023/05/India-Post-Recruitment-2023.pdf ক্লিক করতে পারেন।