বিদেশি সংস্থাগুলো প্লেসমেন্টে অংশ নিয়েছে। জাপানের ২৮টি সংস্থা, তাইওয়ানের ৯টি সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি, সিঙ্গাপুরের ২টি এবং অন্যান্য ৩টি -সহ মোট ৪৫টি আন্তর্জাতিক সংস্থার অফার এসেছে। ১ কোটি টাকার প্যাকেজের অফার পেয়েছেন ১২ জন। অ্যানালিটিক্স, সফটওয়্যার, ফিনান্স-ব্যাঙ্কিং, সাপ্লাই-চেইন-লজিস্টিক, কনসাল্টিং, কোর-ইঞ্জিনিয়ারিং, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং-সহ বিভিন্ন সেক্টর থেকে অফার মিলছে।
প্রসঙ্গত ২০২২ সালের জব প্লেসমেন্ট সেশন শুরু হয়েছে আইআইটি (IIT) খড়্গপুর ক্যাম্পাসে। সেই সেশনের প্রথমদিনেই কোটি টাকার চাকরির অফার পেলেন একাধিক পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুন, আশঙ্কাই সত্যি হল? দামোদরের জলে তাকাতেই চোখ কপালে উঠল সকলের
জানা গিয়েছে, প্রথম দিনই অ্যাপল, এয়ারবাস, আলফাগ্রেপ, ক্যাপিটাল ওয়ান, এক্সএল সার্ভিসেস, গুগল, গ্র্যাভিটন, মাইক্রোসফ্ট, রুব্রিক, স্কোয়ার পয়েন্ট ইত্যাদি মোট ৩৪টি কোম্পানি প্লেসমেন্ট প্রক্রিয়ায় বা ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন, বেআইনি নির্মাণে 'নষ্ট' জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একাধিক অংশ, মত হেরিটেজ কমিটির সদস্যদের
আইআইটি খড়গপুরের সিডিসি চেয়ারম্যান প্রফেসর এ. রাজাকুমার জানিয়েছেন, "আইআইটি খড়গপুর প্লেসমেন্টের প্রথম দিনই অফারের রেকর্ড ভেঙেছে এবং সমস্ত আইআইটি-এর মধ্যে দ্বিতীয় দিনে হাজারটি প্লেসমেন্ট করেছে। যা ইনস্টিটিউটের গুণমানকে সমর্থন করেছে। পড়য়াদের আগামী দিনে এবং অদূর ভবিষ্যতে সাহায্য করবে। আরও বেশি সংখ্যক সংস্থাগুলিকে ক্যাম্পাস পরিদর্শন করতে উত্সাহিত করবে।"