আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: আয়কর বিভাগের অধীনে নিয়োগ চলছে, দেখে নিন আপনি আবেদনের যোগ্য কিনা
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: শূন্য পদের সংখ্যা এবং বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১৯টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে। ইউআর: ৫১টি পদ
ইডব্লুএস: ১১টি পদ
এসসি: ১৫টি পদ
এসটি: ২টি পদ
ওবিসি: ৩৪টি পদ
পিডব্লুডি: ৬টি পদ
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: বেতন
মাসিক ২১৭০০ টাকা থেকে ৬৯১০০ টাকার মধ্যে বেতন ধার্য করা হয়েছে।
সরাসরি আবেদনের লিঙ্ক HTTPS://OAG.IITK.AC.IN/OA_REC_PG/
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের করে জানতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা | আইআইটি কানপুর |
পদের নাম | জুনিয়র অ্যাসিস্ট্যান্ট |
শূন্য পদের সংখ্যা | ১১৯ |
কাজের স্থান | কানপুর |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৯-১১-২০২২ |
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
সরকার স্বীকৃত একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা এবং ন্যূনতম ৫০% নম্বর-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ-ছাড়াও প্রার্থীদের আরঅ্যান্ডডি, লিগ্যাল, পার্চেস এবং ইম্পোর্ট, অ্যাকাউন্টস, অডিট, হসপিটালিটি ইত্যাদি ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: বিদেশে চাকরির লোভনীয় অফার! ভুয়ো চাকরি চিহ্নিত করা নিয়ে তিন পয়েন্টে সতর্ক করল সরকার
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি, ইডব্লুএস এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৭০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে এসসি এবং এসটি প্রার্থী, মহিলা এবং পিডব্লুডি ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আইআইটি কানপুর রিক্রুটমেন্ট ২০২২: নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা ও প্র্যাকটিক্যাল টেস্ট দিতে হবে। আর নিয়ম অনুযায়ী নির্বাচনের জন্য অন্য কোনও পদ্ধতিও অবলম্বন করা হতে পারে।