বিদেশে চাকরির লোভনীয় অফার! ভুয়ো চাকরি চিহ্নিত করা নিয়ে তিন পয়েন্টে সতর্ক করল সরকার
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্তরে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ সেখানে বলা হয়েছে, ঠগবাজরা এখন নানারকম নতুন নতুন পদ্ধতি তৈরি করেছে ভুয়ো চাকরির মাধ্যমে ফাঁদে ফেলার৷
#নয়াদিল্লি: অনেক টাকা মাইনে৷ বিদেশের জীবন যাপন৷ সহজে উপার্জন৷ এমনই নানারকম লোভ দেখানো বিজ্ঞাপন অনেক সময়েই চোখে পড়ে৷ বেকারত্বের জ্বালায় ভুগতে থাকা অনেক যুবক-যুবতী তখন সামান্য আশার আলো দেখতে পেয়ে সেই বিদেশের চাকরির দিকেই ঝুঁকে পড়েন৷ অনেকে সামান্য সঞ্চয়ের টাকা খরচ করে বিদেশের চাকরিতে যোগ দিতে যান উপার্জন ও উন্নতির আশায়৷ কিন্তু তারপরেই ঘনিয়ে আসে বিপদ৷ ভুয়ো চাকরির ফাঁদে পড়ে তাঁদের সমস্যায় পড়তে হয়৷ সেই নিয়েই এ বার সতর্ক করল কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় স্তরে একটি ভিডিও মেসেজ শেয়ার করা হয়েছে ট্যুইটারে৷ সেখানে বলা হয়েছে, ঠগবাজরা এখন নানারকম নতুন নতুন পদ্ধতি তৈরি করেছে ভুয়ো চাকরির মাধ্যমে ফাঁদে ফেলার৷ লেখা হয়েছে, ‘আপন কি চাকরিপ্রার্থী? সাবধান৷ ঠগবাজরা সুযোগ খুঁজছে ভুয়ো চাকরির ফাঁদে আপনাকে ফেলার জন্য৷ হতে পারে কোনও ফেক ওয়েবসাইটের মাধ্যমে, ভুয়ো অফার লেটারের মাধ্যমে বা ভুয়ো ইমেলের মাধ্যমে৷ দেখে নিন আপনি কী ভাবে নিজেকে এই ভুয়ো চাকরির ফাঁদ থেকে রক্ষা করতে পারেন৷’
advertisement
advertisement
আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
সতর্ক করে বলা হয়েছে, ‘‘ঠগবাজরা বিভিন্ন নম্বর থেকে ফেক এসএমএস পাঠিয়ে চাকরির কথা বলে বিভিন্ন জনপ্রিয় কোম্পানিতে৷’’ এই সতর্কবার্তায় তিনটি পয়েন্ট বলা হয়েছে, যেগুলি দিয়ে নিশ্চিত ভাবে ভুয়ো চাকরির ফাঁদ থেকে বাঁচা যায়৷ তাঁরা বলেছেন, কোনও অপরিচিত উৎস থেকে আসা ই-মেলে যেন ক্লিক না করা হয়, তা সে যতই লোভনীয় হোক৷
advertisement
এমন কোনও অপরিচিত ফোন নম্বর থেকে যদি ক্রমাগত মেসেজ আসতে থাকে, তা হলে সেটিকে ব্লক করে দিতে বলেছেন তাঁরা৷ কোনও ভারতীয় যদি সাইবার অপরাধের কোনও ফাঁদে পড়েন, তা হলে তাঁরা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন-এ অপরাধের বিষয়ে লিখতে পারেন৷ সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, মায়ানমাসে ৪৫ জন ভারতীয় ভুয়ো চাকরির ফাঁদে পড়ে ফেঁসেছেন৷
Location :
First Published :
October 13, 2022 3:53 PM IST