আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার: ২টি পদ
প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার: ৭টি পদ
চিফ সিকিউরিটি অফিসার: ১টি পদ
ডেপুটি রেজিস্ট্রার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার: ৩টি পদ
মেডিকেল অফিসার: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্ট কাউন্সিলার: ২টি পদ
আরও পড়ুন : অস্কারে মনোনীত পাকিস্তানি ছবি 'জয়ল্যান্ড'! নিজের দেশেই নিষিদ্ধ করা হল কেন?
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দিল্লি |
পদের নাম: | মেডিকেল অফিসার এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ১৯ |
কাজের স্থান: | নয়াদিল্লি |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বিশদ দেখুন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
ইন্টারভিউয়ের তারিখ: | ৩০.১১.২০২২ |
আরও পড়ুন : ছোটবেলার ফেলে আসা রঙিন দিনের কথা মনে পড়ে যায় এই ৮ খাবার দেখেই
আবেদন ফি:
আগ্রহী আবেদনকারীদের গ্রুপ-এ পদের জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্য দিকে, এসসি/ এসটি ও পিডব্লুডি বিভাগের অন্তর্গত প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আইআইটি দিল্লির ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র সম্পূর্ণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ এই ঠিকানায় পাঠাতে হবে, ‘RECRUITMENT CELL, ROOM NO. 207/C-7, ADJOINING TO DY. DIRECTOR (OPS)'S OFFICE, IIT DELHI, HAUZ-KHAS, NEW DELHI – 110016’।
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।