আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে চলছে আবেদন প্রক্রিয়া। প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ বিকাল ৫টা ০০ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) |
পদের নাম | কনসালটেন্ট (সায়েন্টিফিক/ টেকনিক্যাল) |
শূন্যপদের সংখ্যা | ২ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৪.২০২৩ |
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের এমডি ডিগ্রি-সহ প্রফেশনাল অথবা প্রাসঙ্গিক বিষয় ও পাবলিশড পেপারে পিএইচডি হতে হবে। এর পাশাপাশি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট, টেকনোলজি ট্রান্সফার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, রিসার্চ, রিপোর্ট প্রিপারেশন, টেকনো-লিগ্যাল ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা অথবা এগ্রিমেন্টের ড্রাফটিং/ভেটিং-এর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আরও পড়ুন: NCERT-তে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন, বিশদ জানতে পড়ুন
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: বেতনক্রম
নিযুক্ত প্রার্থীরা স্থায়ী মাসিক বেতন হিসেবে পাবেন ১০০০০০ টাকা ।
আরও পড়ুন: ১০ শ্রেণি উত্তীর্ণদের জন্য সুযোগ! ১৫ হাজার টাকার বেতন, ৮০টি শূন্যপদে নিয়োগ শীঘ্র
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৭০ বছর।
আইসিএমআর রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন ফর্ম পূরণ করে সেলফ অ্যাটেস্ট করা জরুরি নথি-সহ তা ই-মেল করতে হবে এই ঠিকানায় icmrmdmsoffice@gmail.com।