আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ২১ নভেম্বর অর্থাৎ আজকের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে https://ibpsonline.ibps.in/crpsoxioct22/ ক্লিক করতে পারেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন |
পদের নাম | স্পেশালিস্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা | কিছু জানানো হয়নি |
কাজের স্থান | ভারত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের তারিখ | ২১.১১.২০২২ |
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের সবার প্রথমে আইবিপিএস-এর অফিসিয়াল সাইটে ibps.in যেতে হবে। হোমপেজে থাকা ‘IBPS SO Recruitment 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।লগ-ইন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য ও বিবরণ-সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে।সমস্ত ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ক্যান করা কপি আবেদনপত্রের সঙ্গে আপলোড করতে হবে।
আবেদন ফি জমা দিতে হবে। আবেদনপত্র পূরণ হয়ে গেলে আবেদনপত্রটি জমা দিতে হবে।প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন।
আইবিপিএস এসও রিক্রুটমেন্ট ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ
প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। মেইন পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি, ২০২৩ তারিখে পরিচালিত হবে।