পৃথিবীর বহু নামি দামি সব কোম্পানি কর্মী ছাঁটাই করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভরসায়। আর এবারের প্রকোপ পড়লো দিল্লির আইবিএমে। সম্প্রতি জানা গিয়েছে আইবিএম এর কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য নতুন নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অনেকের চাকরি যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুবর্ণ সুযোগ! ১০০-এর বেশি পদে নিয়োগ! হবে শীঘ্রই আবেদন করুন
advertisement
‘আইবিএম’-এর পক্ষ থেকে জানানো হয়েছে মূলত নন কাস্টমার ফেসিং যেমন মানবসম্পদ-সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ বন্ধ করে দেয়া হয়েছে। এই সমস্ত বিভাগগুলিতে প্রায় ২৬০০০ কর্মী বর্তমানে কাজ করছেন। পাশাপাশি আরও ৭৮০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু কর্মী নিয়োগের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই সমস্ত কাজ করা সম্ভব হবে বলে মনে করেছে কর্তৃপক্ষ। তাই ৭৮০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইস্ট কোস্ট রেলওয়ের অধীনে রেলে চাকরির বিরাট সুযোগ! জানুন
চলতি বছরে ১.৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল আইবিএম এর পক্ষ থেকে। পাশাপাশি জানা যাচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে নন কাস্টমার ফেসিং পদে আরও ৩০ শতাংশ কর্মীর চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের পরিবর্তে সেখানে জায়গা করে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। শুধু এইসব ক্ষেত্র নয় ব্যাঙ্ক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ধীরে ধীরে কাজ হারাবে মানুষ এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।