এসএমপি পোর্ট কলকাতা রিক্রুটমেন্ট ২০২৩:
আবেদনের তারিখ: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৪.০৯.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ট্রেনিং নিলেই মিলবে ৭ হাজার! বিনা খরচে ITI প্রশিক্ষণ দেবে বিদ্যুৎ উন্নয়ন নিগম
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট, কলকাতা |
পদের নাম: | ডেপুটি ফায়ার অ্যান্ড সিকিউরিটি অফিসার |
শূন্যপদের সংখ্যা: | ১ |
কাজের স্থান: | কলকাতা |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৪.০৯.২০২৩ |
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কলেজের মধ্যে পাহাড়-জঙ্গল, বিশ্বের বৃহত্তম এই কলেজের নাম কী জানেন
বয়সসীমা: প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের যোগ্যতা: যে কোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিং বা ফায়ার টেকনোলজিতে বিই/বি. টেক ডিগ্রি।
বা
ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে ফুল-টাইম রেগুলার ব্যাচেলর অফ সায়েন্স (পিসিএম) এবং ডিভিশনাল অফিসারের সার্টিফিকেট কোর্স/ স্টেশন অফিসারের সার্টিফিকেট কোর্স, অথবা যে কোনও রাজ্য সরকারি কলেজ থেকে উপরোক্ত বিষয়ে সমতুল্য কোর্স।
বা
ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ, নাগপুর থেকে পূর্ণ-সময়ের নিয়মিত ব্যাচেলর অফ সায়েন্স (পিসিএম) এবং সাব-অফিসারের সার্টিফিকেট কোর্স, বা যে কোনও সরকারি কলেজ থেকে সমতুল্য কোর্স এবং ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি: সমস্ত ডকুমেন্ট সহ আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘ “Application for contractual engagement to Dy. Fire and Security Officer under HDC”, should reach the Office of Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th floor, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B. PIN: 721607’।
বেতন: প্রতি মাসে ৪৬৫০০ টাকা। প্রয়োজন অনুযায়ী টেলিযোগাযোগ সুবিধার জন্য ৪০০ টাকা পর্যন্ত মাসিক চার্জ দেওয়া হবে।
মেয়াদকাল: প্রার্থীদের ৩ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।