মূলত ২০১৯ সালে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে মূল্যায়ন করা হয় এই প্রার্থীদের। এদিন কমিশনের তরফে ২৯৩১ জন চাকরি প্রার্থীর সুপারিশ পত্র জারি করা হল।
advertisement
দীর্ঘদিন ধরে এই নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছিল। সাম্প্রতিক সময়ে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে গতি আনতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন নবান্নের শীর্ষ মহলের আধিকারিকদের। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মিসলেনিয়াস ২০১৯ এর নিয়োগের মেধা তালিকাও প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। যেখানে রাজ্যের বিভিন্ন দফতরের ৪৮২ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার মেধা তালিকা দেয় কমিশন। শুধু তাই নয় গত ২রা ফেব্রুয়ারি wbcs ২০২০ এর মেধা তালিকাও প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। যার মধ্যে গ্রুপে এ ৭৭ জন, গ্রুপ বি-তে ২৪ জন চাকরি পেয়েছেন।
আর এবার আরও একধাপ এগিয়ে প্রায় ৩ হাজারটি সরকারি চাকরি দিল পাবলিক সার্ভিস কমিশন। নবান্ন সূত্রে খবর সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে গতি আনার জন্য বারবার কমিশনার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নবান্নের শীর্ষ মহল। যদিও এখনো পাবলিক সার্ভিস কমিশনের অধীনে কয়েকটি নিয়োগের মেধাতালিকা প্রকাশ হতে বাকি রয়েছে।
কমিশন সূত্রে খবর নিয়োগের মেধাতালিকা প্রকাশেও তৎপর হচ্ছে কমিশন। রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্তকে কেন্দ্র করে অস্বস্তিতে কার্যত রাজ্য সরকার। আর তার মাঝেই পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের গতি আনায় জোর চর্চা ও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়