সিসিআরএএস রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২.০৪.২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৬০ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
আরও পড়ুন: বাবার মতো এবার জেলেই জীবন সুকন্যার! আদালতে অনুব্রতকে নিয়ে যা বললেন, তাজ্জব সকলেই
সিসিআরএএস রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট মেট্রন- ১টি পদ
অ্যাকাউন্টস অফিসার- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (প্ল্যান্ট প্যাথলজি)- ১টি পদ
আপার ডিভিশন ক্লার্ক- ৯টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | সংস্থা: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস |
পদের নাম: | অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট মেট্রন, অ্যাকাউন্টস অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (প্ল্যান্ট প্যাথলজি) এবং আপার ডিভিশন ক্লার্ক |
শূন্যপদের সংখ্যা: | ১৩ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ০৫.০৫.২০২৩ |
সিসিআরএএস রিক্রুটমেন্ট ২০২৩: বেতন
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- পে লেভেল ১০ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে
কাজের স্থান- কলকাতা
অ্যাসিস্ট্যান্ট মেট্রন- পে লেভেল ১০ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে
কাজের স্থান- ভুবনেশ্বর
অ্যাকাউন্টস অফিসার- পে লেভেল ৮ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে
কাজের স্থান- নয়াদিল্লি
অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার (প্ল্যান্ট প্যাথলজি)- পে লেভেল ৭ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে
কাজের স্থান- ঝাঁসি
আপার ডিভিশন ক্লার্ক- পে লেভেল ৪ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে
কাজের স্থান- গোয়ালিয়র, কলকাতা, গ্যাংটক, মান্ডি, পোর্ট ব্লেয়ার, রানিক্ষেত, ইটানগর, চেন্নাই এবং নয়াদিল্লি
সিসিআরএএস রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা
সর্বোচ্চ ৬৫ বছর
সিসিআরএএস রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকাল
৫টি পদের ক্ষেত্রে ডেপুটেশনের সময়কাল প্রাথমিক ভাবে ১ বছর যা সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।