চাকরির জন্য যাঁরা চেষ্টা চালাচ্ছেন তাঁরা সকলেই বায়োডাটার মর্ম খুব ভাল করে বোঝেন৷ যে কোনও প্রতিষ্ঠানে প্রার্থীর প্রথম পরিচয় হিসেবে যায় বায়োডাটা৷ তাই বায়োডাটা সঠিক হওয়া অত্যন্ত আবশ্যক৷ বিশেষত গুগলের মতো নামী সংস্থায় চাকরির জন্য বায়োডাটা সঠিক হওয়া ভীষণ জরুরি৷ গুগলের প্রাক্তন কর্মী নোলান চার্চ শেখালেন কেমন হওয়া বায়োডাটা, গুগলে চাকরি পাওয়ার জন্য৷
advertisement
বায়োডাটাতে খুব বেশি লেখা যাবে না৷ কোনও বড় প্যারাগ্রাফ লিখে লাভ নেই৷ তথ্য নির্ভর হতে হবে৷ লেখার সময় একেবারে কম শব্দে সব তথ্য দিয়ে টানটান লেখা লিখতে হবে৷ ভাল RESUME তৈরি করার জন্য ChatGPT বা Grammarly- এই দুই টুলের সাহায্য নেওয়া যায় বলেও জানিয়েছেন নোলান চার্চ। শুধু ডিগ্রি থাকলেই চলবে না, এইসমস্ত বিষয়ও মাথায় রাখতে হবে৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 5:57 PM IST