জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ মার্চ, ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন পারবেন। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগ করবে IDBI, কী ভাবে করতে হবে আবেদন জানুন
advertisement
জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: আবেদন পদ্ধতি
প্রার্থীদের GAIL ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে: https://gailonline.com, এক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীদের GATE-2023 রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। আবেদনের অন্য কোনও উপায়/মোড গ্রহণ করা হবে না।
আরও পড়ুন: বর্ডার সিকিউরিটি ফোর্সে বিভিন্ন পদে নিয়োগ হবে, দ্রুত আবেদন করুন
আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।
জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
একজিকিউটিভ ট্রেনি (কেমিক্যাল)— ২০
একজিকিউটিভ ট্রেনি (সিভিল)— ১১
একজিকিউটিভ ট্রেনি (GAILTEL TC/TM)— ০৮
এগজিকিউটিভ ট্রেনি (BIS)— ০৮
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | জিএআইএল লিমিটেড |
পদের নাম | একজিকিউটিভ ট্রেনি |
শূন্যপদের সংখ্যা | ৪৭ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৫.০৩.২০২৩ |
জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: যোগ্যতা
একজিকিউটিভ ট্রেনি (রাসায়নিক) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক ডিগ্রি।
একজিকিউটিভ ট্রেনি (সিভিল) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে স্নাতক ডিগ্রি।
একজিকিউটিভ ট্রেনি (GAILTEL TC/TM) পদের জন্য ইলেকট্রনিকস/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/ ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
একজিকিউটিভ ট্রেনি (BIS) পদের জন্য ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স/ তথ্য প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন (MCA) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক ও ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
জিএআইএল লিমিটেড নিয়োগ ২০২৩: বাছাই প্রক্রিয়া
কেমিক্যাল, সিভিল, GAILTE (TC/TM), এবং BIS বিভাগে একজিকিউটিভ ট্রেনি নিয়োগের জন্য ইঞ্জিনিয়ারিং-এ ২০২৩ সালের GATE-এর নম্বর ব্যবহার করবে সংস্থাটি। বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখে নেওয়া যেতে পারে।